সমাজসেবার পরিনামে জেল , শবদেহ কান্ডে গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস

জানুয়ারী ১১, ২০২৩ বিকাল ০৫:১৮ IST
63be973a0f2fb_n4609488561673434793628da758c3f3991675143770592bc5066124704b86dcd463d42ab70ceb939520df0

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - অ্যাম্বুল্যান্স চালক সংগঠনের অভিযোগের জের। শবদেহ কান্ডে গ্রেফতার স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস। তাকে গ্রেফতার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃত অঙ্কুরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন অ্যাম্বুল্যান্স চালক সংগঠন।আর এদিকে এদিন কান্নায় ভেঙে পরলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসের স্ত্রী সুরভি দাস।

দিন কয়েক আগে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে বাধ্য হয়েছিলেন ক্রান্তির এক পরিবার। স্ত্রীর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ছেলে রামপ্রসাদ দেওয়ানকে সঙ্গে নিয়ে শববাহী গাড়ির খোঁজ শুরু করেন জয়কৃষ্ণ দেওয়ান। হাসপাতালের বাইরে মৃতদেহ পৌঁছে দেওয়ার জন্য ৩০০০ টাকা ভাড়া চায় গাড়ি, এমনটাই অভিযোগ। কিন্তু তাদের কাছে মাত্র বারোশো টাকা ছিল। তাই সেই টাকা দিতে রাজি হয়েছিলেন। তারা হাতজোড় করেছিলেন। কিন্তু কেউ রাজি হননি। আর এই মর্মান্তিক দৃশ্য দেখে রাজ্যবাসী। নিন্দার ঝড় ওঠে সর্বত্র।

হাসপাতাল থেকে কিছু দূর যাওয়ার পরেই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস এগিয়ে যান এবং ওই মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেন। বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সংগঠনের অভিযোগ, গোটা ঘটনা সাজানো এবং উদ্দেশ্যপ্রণোদিত।অঙ্কুর সরকারকে বদনাম করার জন্য মৃতের পরিবারকে ব্যবহার করে এই ঘটনা সাজিয়েছিলেন। হাসপাতাল থেকে ৩০০ মিটার দূরে অংকুর অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সামান্য কিছুটা পথ ওই মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যেতে বাধ্য করা হয়। উদ্দেশ্য ছিল ছবি তুলে সেটা ভাইরাল করা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছে।আজ ধৃত অঙ্কুর দাসকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছিল।

এদিকে গতকাল ছিল অঙ্কুরের ছোট ছেলের দু’বছরের জন্মদিন। সেই দিনই এমন পুলিশি ঝামেলায় জড়িয়ে পরেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে সন্তানের ছবি পোস্ট করে অঙ্কুরের স্ত্রী লেখেন, 'হতভাগা বাবাকে ক্ষমা করিস। চক্রান্তের শিকার হয়ে তোর বাবা আজ তোর পাশে নেই। দিনভর আইনি জটিলতায় আজ তোর কাছে যেতে পারছি না…'

এদিন অঙ্কুর দাসের স্ত্রী জানিয়েছেন,'নিজের সন্তান পরিবার ছেড়ে রাত-দিন সামজ সেবা করে চলেছে। তারপরও ওর সঙ্গে এমন করা হল। কালকে পুলিশ এসে ওকে থানায় যেতে বলেছিল। সঙ্গে এও বলে গিয়েছিল ও কোনও দোষ করেনি। এরপর ও নিজেই থানায় হাজিরা দেয়। গোটা দিন ওকে জেরা করেছে। রাত্রিবেলাও ছাড়েনি। কালকে আমাদের সন্তানের জন্মদিন ছিল।নিজেকে লোকের জন্য সোঁপে দিয়েছেন। করোনার সময় যারা নিজের বাবা-মা-কে ছুঁতে অস্বীকার করতেন সেই সময় পিপিই কিট ছাড়াই উনি ওদের উদ্ধার করতেন। যারা ওর কাছ থেকে অন্তত উপকার পেয়েছেন তারা এগিয়ে আসুন ওর সাহায্যে এটাই আবেদন।'

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, চার শতাংশ বাড়ল ডিএ
মার্চ ২৪, ২০২৩

এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা

হলো না নতুন নাম ঘোষণা , জেলবন্দি কেষ্টকেই বীরভূম জেলা সভাপতি পদে বহাল রাখলেন মমতা
মার্চ ২৪, ২০২৩

অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী

আজকের রুপোর দাম ২৪শে মার্চ শুক্রবার ২০২৩
মার্চ ২৪, ২০২৩

ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী

আজকের সোনার দাম ২৪শে মার্চ শুক্রবার ২০২৩
মার্চ ২৪, ২০২৩

ফের সোনার দাম ঊর্ধ্বমুখী     

প্রকাশ্যে এলো মেনু কার্ড , নতুন বর নিয়ে মুখ খুললেন সুজাতা
মার্চ ২৪, ২০২৩

সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা

ভোটের মুখে জোর ধাক্কা শাসক শিবিরে , বীরভূমে দল ছাড়লেন ২ তৃণমূল অঞ্চল সভাপতি
মার্চ ২৪, ২০২৩

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি

উইমেন্স প্রিমিয়ার লিগ, প্লে অফে মুম্বাইয়ের বিরুদ্ধে টস জিতল ইউপি
মার্চ ২৪, ২০২৩

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ

ভারতীয় হাই কমিশনে তান্ডব খালিস্তানিদের, নড়চড়ে বসল কানাডা সরকার
মার্চ ২৪, ২০২৩

এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি

BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে চাকরির সুযোগ
মার্চ ২৪, ২০২৩

BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে 

আমার জানা সিপিএমের এক হাজার হোল টাইমারদের বাড়ির লোককে চাকরি দেওয়া হয়েছিল , দাবি শুভেন্দুর
মার্চ ২৪, ২০২৩

এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর

ইঞ্জিন ভ্যান উল্টে গুরুতর আহত স্কুল শিক্ষিকা
মার্চ ২৪, ২০২৩

গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা

দরজা ভেঙে সাবার করে দিচ্ছে বস্তা ভর্তি চাল , হাতির হানায় কাঁপছে এলাকাবাসী
মার্চ ২৪, ২০২৩

শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি

প্রবল ঝড় বৃষ্টির দাপট , ভেঙে পরলো গৃহস্থের বাড়ি
মার্চ ২৪, ২০২৩

কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

একটু অপেক্ষা করুন , আমরা প্রায় পৌঁছে গিয়েছি , দুর্নীতি কান্ডে আদালতে দাবি ইডির আইনজীবীর
মার্চ ২৪, ২০২৩

আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর

রাহুলের সাংসদ পদ খারিজ, ভাইয়ের কঠিন সময় পাশে বোন প্রিয়াঙ্কা গান্ধী
মার্চ ২৪, ২০২৩

রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের

ভিডিয়ো