নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - বিগত কয়েক বছর আগে সড়ক নির্মাণের নাম করে সরকারি খাতে তিন লক্ষ টাকা তুললেও বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে রাস্তা। অর্থ নেওয়ার পরেও রাস্তা বেহাল থাকায় এবার গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন মুর্শিদাবাদ সাগরদিঘী এলাকার তৃণমূল সদস্য সহ এলাকাবাসীরা।
গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তুলে প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা আতিকুল ইসলাম বলেন, ২০১৮-১৯ হাসালে মোর গ্রাম পঞ্চায়েতের ঠাকুর পাড়া গ্রামের মাজপাল থেকে তপন রবি দাস পর্যন্ত ১১৫মিটার রাস্তার ঢালাইয়ের জন্য প্রায় সরকারি খাত থেকে তিন লক্ষ টাকা তোলেন বর্তমানের গ্রাম পঞ্চায়েত প্রধান রেবিনা বিবি। তবে টাকা তুললেও তার কোনো ব্যবহার করেন না। দীর্ঘদিনের প্রজেক্ট ফেলে রাখায় সম্প্রতি প্রধানের বিরুদ্ধে টাকা তছরূপের অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হয়েছে দলের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা।
অভিযোগ, সড়ক নির্মাণকে কেন্দ্র করে ২২শে ডিসেম্বর কোর্টে মামলা দায়ের করা হয়। যে মামলায় বলা হয়েছে রাস্তা নির্মাণ সহ সোলার লাইট ও একাধিক প্রকল্পের নামে তিন লক্ষ টাকা নিয়েছেন গ্রাম পঞ্চায়েত প্রধান রেবিনা বিবি। যথারীতি প্রাক্তন প্রধানের তরফ থেকে আসা এই অভিযোগে সমর্থন জানিয়েছে গ্রাম পঞ্চায়েতের সদস্য তানজিরা বিবি। সকালের একটাই দাবি যাতে খুব শীঘ্রই সড়ক নির্মাণ করে গ্রামবাসীদের ভোগান্তি দূর করা হয়।
অন্যদিকে অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান রেবিনা বিবি জানিয়েছেন কোর্ট ছাড়া কোন জায়গায় তিনি কোনো মন্তব্য করবেন না। দীর্ঘদিনের সড়ক নির্মাণের প্রজেক্ট অবহেলায় পড়ে থাকায় এটিকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল বিজেপির তরজা।
এসএসসি দুর্নীতি মামলায় দ্বিতীয় বার নিজাম প্যালেসে পার্থ
পাহাড়ের সমস্যা না মেটা পর্যন্ত কোনো নির্বাচন নয় , হুঁশিয়ারি বিমলের
বিস্তারিত দেখুন
পুড়ে ছাই লক্ষ লক্ষ টাকার সরঞ্জাম , আগুন নিয়ন্ত্রণে আনতে ৬ টি ইঞ্জিন নিয়ে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার