নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ফের গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টের তীব্র ভর্ৎসনার সম্মুখীন SSC'র সচিব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ব্যাপম কান্ডের পুনরাবৃত্তি চাই না। প্রয়োজনে সিবিআই, সিআইসিএফ, আইবি অফিস ঘিরে থাকবে।
২০১৬ সালে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যে। ১৩ হাজার প্রার্থী নিয়োগ করা হয়। ২০১৯ সালের মে মাসে গ্রুপ ডি প্যানেলের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও একাধিক নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এমনকি ২৫ জনের নিয়োগের সুপারিশের কথাও জানা গিয়েছে। সেই তথ্য হাইকোর্টের হাতে আসতেই প্রশ্ন তোলেন বিচারপতি।
গতকাল গ্রুপ ডি তে নিয়োগে দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের প্রথম থেকে কমিশনের কাছে সুপারিশ নথি-সহ বেশ কিছু তথ্য চাওয়া হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বুধবার সকাল ১০ টায় আদালতে হাজির হয়। তবে শুনানির সময় কমিশনের পক্ষ থেকে আইনজীবী সময় চান।
কমিশনের তরফ থেকে হাইকোর্টে জানানো হয়, 'কাউকেই আড়াল করার চেষ্টা করা হচ্ছে না। কিন্তু নথি একত্রিত করতে সময় লাগবে কিছুটা'। বিচারপতি তাতে ক্ষুব্ধ হয়ে জানান, সময় দেওয়া হলে, তদন্তের নামে অন্য কিছু হবে।
বিচারপতি জানিয়েছেন, 'এসএসসি-র ওপর আদালতের কোনও ভরসা নেই। প্রয়োজনে সিবিআইকে তদন্ত করতে বলা হবে। সিআইএসএফ-কে এসএসসি-র অফিসের দখল নিতে নির্দেশ দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বেলা ৩টেয় ফের হাইকোর্টে মামলার শুনানি শুরু হবে।
এসএসসি দফতরে কম্পিউটারে একাধিক নথি, ফাইল রয়েছে, সেগুলি নষ্ট করে দেওয়ারও আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যাবতীয় তথ্য খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখা হবে যে নিয়োগ প্রক্রিয়ার পিছনের কে আছে? দুপুর তিনটের মধ্যে তথ্য না মিললে কমিশনের কোনও কর্মীকে বেরোতে দেওয়া হবে না। যোগাযোগ করা যাবে না আঞ্চলিক অফিসের সঙ্গে। তারইমধ্যে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের মতামত চায় হাইকোর্ট।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড