শীতের আকাশে রহস্যময় আলো , অগ্নি-৫ মিসাইল আখ্যা দিয়ে তোলপাড় গোটা দেশ

ডিসেম্বর ১৫, ২০২২ রাত ০৮:১৮ IST
639b303f4efc3_IMG-20221215-WA0014

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডিসেম্বরের মধ্যভাগ! কার্যত সারা রাজ্য  শীতের আমেজে আচ্ছন্ন! সেই সঙ্গে সঙ্গে দিনের পরিধি হয়েছে ছোট , সন্ধ্যে পাঁচটে হতে  না হতেই আকাশে আচ্ছন্ন  হয় কালো রঙে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা বেলা এক অদ্ভুত ও বিরল দৃশ্যের সাক্ষী থাকলো সমগ্র দক্ষিণ বঙ্গ!

আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিট নাগাদ আচমকাই আকাশে দেখা যায় অদ্ভুত এক আলো! ঠিক যেন কেউ স্পট-লাইট মারছে। তবে সেই আলোটি উত্তর আকাশ থেকে দ্রুত গতিতে দক্ষিণ দিকে চলে যায়। প্রায় দেড় থেকে দু মিনিট ধরে এই আলো দেখতে পাওয়া যায় আকাশে। ধীরে ধীরে তা মিলিয়ে যেতে থাকে।

রাজ্যের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান ,উত্তর ২৪ পরগণা , কাকদ্বীপ, ক্যানিং, নামখানা, সাগর-সহ সর্বত্রই এই আলো চোখে পরেছে !যারা ওই দৃশ্য চোখে দেখেছেন, হতবাক হয়ে চেয়ে ছিলেন সেই আলোর দিকে, কেউ কেউ আবার আতঙ্কেও রয়েছেন এই আলোর বিচ্ছুরণ দেখে। আবার কিছু কিছু জনগণ আশঙ্কা প্রকাশ করছেন ,ডিসেম্বরের মধ্যবর্তীতে অর্থাৎ কিছুদিন পরেই ক্রিসমাস এ যেন এক অদ্ভুত বহিরাগতজগতের প্রাণীর আগমন!

বেশ কিছুসংখ্যক মানুষ নিজের মোবাইল ফোনে অথবা ক্যামেরায় এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন।তারা জানিয়েছেন, আলোর তীব্রতা ছিল অত্যন্ত বেশি, দেখতে অনেকটা সার্চ লাইটের মতো। আলোর ফোকাস ছিল ওপরের দিকে। অন্ধকার আকাশ রীতিমতো আলোকিত হয়ে যায় কয়েক মিনিটের জন্য।

এদিকে এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর থেকেই নেটিজনদের মধ্যে নানা জল্পনার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, হতে পারে উল্কাপাত। আবার কেউ মনে করছেন কোনও বিমানে আগুন লেগে গিয়ে থাকতে পারে। একটিই সোর্স বা উৎস থেকে আলো বেরচ্ছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত আলোর উৎস সম্পর্কে কোনও স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।

যদিও এই প্রসঙ্গে কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, তিনি এই মুহূর্তে কলকাতায় নেই। তবে ছবি দেখে তার প্রাথমিক অনুমান, এটি কোনও উল্কাপাত নয়!

দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন, উল্কাপাতে সাধারণত এত তীব্র আলো দেখা যাওয়ার কথা নয়। এ ছাড়া উল্কাপাত হয় কয়েক মুহূর্তের জন্য, তাই এতগুলি জায়গা থেকে একসঙ্গে প্রায় ৩ মিনিটের জন্য সেই দৃশ্য দেখা যাওয়া সম্ভব নয় বলেই মনে করছেন তিনি।

তবে হঠাৎই সন্ধ্যার সময় এই আলোটি ঠিক কিসের জন্য দেখা গিয়েছিল তা সঠিকভাবে এখনো জানা যায়নি! নেটিজনসহ, সমগ্র শ্রেণীর মানুষের মধ্যে এখনো তীব্র প্রশ্নের দানা বেঁধে রয়েছে, ঠিক কিসের বিচ্ছুরণের জন্য এই আলো আজ আকাশের বুকে দেখা গিয়েছিল?

ভিডিয়ো

Kitchen accessories online