অমৃতবাজার এক্সক্লুসিভ, স্নেহা কুন্ডু - শীত আসলে যেমন বিয়ের সিজন শুরু হয় তেমনই বাতাসে শুষ্কতার পরিমাণও বেড়ে যায় তাই এই সিজনের সঙ্গে মানানসই হয়ে বিয়ে বাড়ীতে আপনাদের অন্যতমা হয়ে উঠতে সাহায্য করবে এই মেক আপ পদ্ধতি। তাই দেখে নিতে পারেন সহজ এই মেক আপ পদ্ধতিটি।
মেক আপ করার পদ্ধতি - প্রথমে মুখে গোলাপ জলের টোনার লাগিয়ে নিতে পারেন।
এরপর শীতের দিনে এমনিতেই ত্বক রুক্ষ হয়ে যায়, তাই সঠিক পদ্ধতিতে ময়শ্চারাইজ়ার না মাখলে মেকআপ সহজে মুখের ত্বকে বসবে না।ময়শ্চারাইজ়ার মেখে মিনিটখানেক অপেক্ষা আপনাদের অপেক্ষা করতে হবে যাতে ত্বক পুরোটা ময়শ্চারাইজ়ার শুষে নিতে পারে।
এবার সারা মুখে ফোঁটা ফোঁটা করে প্রাইমার লাগিয়ে আউটওয়ার্ড স্ট্রোকে ত্বকের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। প্রাইমার সেট করার জন্য এক মিনিট অপেক্ষা করুন।
চোখের নীচে ডার্ক সার্কল বা অন্য দাগছোপ থাকলে অবশ্যই কনসিলার লাগিয়ে নিতে হবে। তারপর ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দিতে হবে যাতে পুরো মিশে যায়। তারপর ত্বকের রঙের সঙ্গে মানানসই ফাউন্ডেশন মুখে লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
চোখের মেকআপ পদ্ধতি - আপনারা আই মেকআপের জন্য ব্রাশে করে হালকা ব্রাউন আইশ্যাডো নিয়ে চোখের উপরের পাতার খাঁজ বরাবর লাগিয়ে নিতে হবে। এবার গাঢ় ব্রাউন শ্যাডো নিয়ে তার উপরে লেয়ার করে নিতে হবে।
ভালোভাবে ব্লেন্ড করে দিয়ে গাঢ় ব্রাউন শ্যাডোটা সরু ব্রাশে করে নিয়ে চোখের নীচের পাতার ল্যাশলাইনের নীচ বরাবর লাইনারের মতো করে লাগিয়ে নিতে পারেন।
এবার কালো জেল লাইনার দিয়ে উপরের ও নীচের পাতার ল্যাশলাইন বরাবর লাইনার পরে নিতে হবে। চোখের পল্লবে লাগিয়ে নিতে পারেন মাস্কারা।
আইব্রো পেনসিল দিয়ে ভুরু সুন্দর করে এঁকে নিয়ে স্পুলি দিয়ে ব্রাশ করে দেবেন। গালের হাড়ে, নাকের উপরে লম্বা করে ও চিবুকে হাইলাইটার লাগালে জায়গাটি উজ্জ্বল দেখাবে। এবার হালকা গোলাপি ঘেঁষা ব্রাউন শেডের ব্লাশ লাগিয়ে নিতে পারেন গালে, ঠোঁটে পরতে পারেন ম্যাট গোলাপি-ব্রাউন শেডের লিপস্টিক।
সুন্দর করে শেপ করা নখে পরে নেবেন আমন্ড শেডের নেলপলিশ ।
আর কপালে একটা ছোট্ট একটা টিপ পরে নিলেই আপনার ফেস মেকআপ তৈরি এর সঙ্গে চুলকে হালকা ব্লো ড্রায় করে নিলেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আপনি পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবেন।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা