নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - শীত জাঁকিয়ে পরার পর থেকেই আগমন শুরু হয়েছে পরিযায়ী পাখির । এ বছর পাখিদের আসার জন্য উপযুক্ত পরিবেশও তৈরি করা হয়েছে। শীতের মধ্যে পুরুলিয়ার জাতীয় সরোবর সাহেব বাঁধে দেখা মিলতে শুরু করেছে একঝাঁক পরিযায়ী পাখির দলকে। পুরুলিয়ার সাহেব বাঁধে দূষণের কারনে টানা বেশ কয়েকবছর ধরে পুরুলিয়ার জাতীয় সরোবর সাহেব বাঁধে পরিযায়ী পাখিদের আনাগোনা কমে গিয়েছিল। অবশেষে বেশ কয়েক বছর পর পরিযায়ী পাখিদের দেখা মিলেছে। যার ফলে স্থানীয় থেকে পর্যটক সকলের মনে এক উচ্ছ্বাস প্রকাশিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , শীতকালে দুই থেকে তিন মাস উড়ে আসে দেশ-বিদেশের পাখি । একশোর বেশি পরিয়াযী পাখি রাতে দুই থেকে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে আসে ৷ আর নতুন পাখিদের সেন্ট্রাল এশিয়া এয়ারওয়েজের পথ চিনিয়ে নিয়ে আসে পুরানো পরিযায়ী পাখিরা ৷এই বছরও সূদুর সাইবেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখির দল হাজার হাজার কিলোমিটার পেরিয়ে এসে হাজির হয়েছে পুরুলিয়ার সাহেব বাঁধে।
যদিও , বিগত কয়েক বছর ধরে দূষিত জল ও সাহেব বাঁধের চারিদিকে হর্নের কারণে তেমন পাখিদের দেখা মিলতো না। কিন্তু ,চলতি বছর প্রথম থেকে দেখা মিলছে পাখিদের একদিকে, যেমন চারিদিক ঢাকা রয়েছে কচুরিপানায়।অন্যদিকে ,ঠিক তেমনই এখন অনেকটাই কমে গিয়েছে গাড়ির হর্ন আর তাই পাখির সংখ্যা বাড়তে শুরু করেছে। যার ফলে দৈনন্দিন পর্যটকদের আনাগনাও চোখে পরার মতো।
এপ্রসঙ্গে পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান নবেন্দু মহালি জানিয়েছেন, এই বছর এখনো পর্যন্ত বহু পরিযায়ী পাখি এসেছে, তবে আরও আসবে কয়েকদিনের মধ্যে। তিনি আরো জানান, চারিদিকে গাড়ির হর্ন, একদিকে যেমন কমানো হয়েছে, অন্যদিকে তেমনি দূষণ কমেছে। আর তাই চলতি বছর বেড়েছে পাখির সংখ্যা।
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা
আজ থেকেই সাগরে যাওয়ার জন্য মৎস্যজীবীদের নিষেধ করেছে আবহাওয়া দফতর
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
সপ্তর্ষিরা ব্রহ্মার শরীর থেকে জাত হয়নি, হয়েছেন তার মন থেকে , একারণে তাদের মানসপুত্র বলা হয়