নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - শীতকাল অধিকাংশ মানুষের কাছেই অত্যন্ত প্রিয় ঋতু । কারণ শীতঋতুতেই প্রধানত ভালো ভালো সবজি , ফলমূল থেকে শুরু করে যাবতীয় লোভনীয় খাদ্যশস্য উৎপাদিত হয় । শুধু তাইই নয় খাদ্যরসিক ভ্রমণপিপাসু মানুষদের কাছে এ যেনো এক মহার্ঘ্য সময় । শীতের এই মরসুমে সুন্দরবনের মনোরম পরিবেশ উপভোগ করার লক্ষ্যে প্রতিবছর দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে । তবে এই বছর শীতের প্রাক্কালেই পর্যটকদের ভিড়ে থিক থিক করছে ম্যানগ্রোভে ঘেরা সুন্দরবন । বিশেষত বাঘের কারণেই ক্রমাগত ভিড় বেড়ে চলেছে বলে পর্যটকদের মতামত।
বাঙালিরা প্রধানত আরামপ্রিয় হওয়ার কারণেই বছরের ছয়টি ঋতুর মধ্যে শীতকালের অপেক্ষাতেই প্রহর গোনে । শীতের মরসুমে রোদ পোহাতে পোহাতে মজার মজার খাবার খাওয়ার এক আলাদাই তৃপ্তি । তার সঙ্গে যদি ভ্রমণের সুযোগ পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই । তাই বেশিরভাগ মানুষ কম খরচে মনোরম দৃশ্য উপভোগ করতে সুন্দরবনকেই বেছে নেয়।
প্রতিবছর দেশ বিদেশ থেকে প্রায় লক্ষাধিক মানুষ সুন্দরবন ভ্রমণে আসে । কিন্তু বিগত দুই বছর যাবৎ করোনা অতিমারীর কারণে বহু ভ্রমণপিপাসু মানুষ কোথাও যেতে না পেরে মন মরা হয়ে পড়েছিলেন । কিন্তু মহামারির প্রকোপ কমতেই যে যার মত ঘুরতে বেরিয়ে পরেছেন।
প্রতিবছর বাঘ , মধু ও ম্যানগ্রোভের জন্য আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত সুন্দরবনে কনকনে শীতে পর্যটকের ভিড় লক্ষ্য করা গেলেও এই বছরের চিত্রটি একটু আলাদা । কারণ এই বছর শীতের শুরুতেই সুন্দরবন লোকে লোকারণ্য । ইতিমধ্যেই বাঙালি ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ সুন্দরবনে গিয়ে আসর জমিয়েছেন।
বিশেষত শনিবার ও রবিবার অর্থাৎ ছুটির দিনগুলোতে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করার পাশাপাশি বাঘ , হরিণ ,কুমির ইত্যাদি দেখার জন্যও পর্যটকদের ঢল নামছে । তাই এই বছর হালকা শীতের আমেজ গায়ে মেখেই সোনালী রোদ্দুরের ছোঁয়াতে ম্যানগ্রোভ অরণ্যের রস , কস ও গন্ধ নিতেই বেরিয়ে পরেছেন মধুর সম্ভারে সমৃদ্ধ সুন্দরবনের লক্ষ্যে।
এই বিষয়ে সুন্দরবনের ট্যুর অপারেটর নিউটন সরকার জানিয়েছেন , প্রতিবছরই বিশেষত শীতের মরসুমে বহু দেশী পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকদেরও ভিড় লক্ষ্য করা যায় । পর্যটকেরা সুন্দরবনের ঝড়খালি , সজনেখালি , বুড়ির ডাবরি , দোবাঁকি , কলস দ্বীপ , বনি ক্যাম্প সহ বহু উল্লেখযোগ্য স্থানে দর্শনের পাশাপাশি ম্যানগ্রোভ অরণ্য , নদী , খাঁড়ি ইত্যাদিও উপভোগ করে থাকেন।
তিনি আরও জানিয়েছেন , এসব ছাড়াও সুন্দরবনের স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা দেখার উদ্দেশ্যও পর্যটকদের উৎসাহ থেকেই থাকে । তবে এই বছরটা একটু অন্যরকম । তবে এবার শীতের প্রাক্কালেই পর্যটকের মধ্যে সুন্দরবন ভ্রমণের জন্য অত্যাধিক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে । বাঘের জন্য বিখ্যাত সুন্দরবনে অন্যান্য বছরের তুলনায় এই বছর বেশি পরিমাণে বাঘের দর্শন মেলার কারণেই পর্যটকেরা হুমড়ি খেয়ে পরছে ।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
জেনে নিন পেটের চর্বি কমানোর জন্য কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার