নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৭ই ডিসেম্বর শুরু হয়েছে রাজ্যসভার শীতকালীন অধিবেশন। এদিন দেশের নতুন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীতকালীন অধিবেশনের প্রথম দিনে উচ্চকক্ষের বক্তৃতায়, প্রধানমন্ত্রী ধনখড়কে কঠোর পরিশ্রম করে তার জীবনে উচ্চতায় পৌঁছানোর জন্য তার প্রশংসাও করেছিলেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'আমি এই হাউসের এবং জাতির পক্ষ থেকে চেয়ারম্যানকে অভিনন্দন জানাই। বিভিন্ন সংগ্রামের মধ্যে জীবনে এগিয়ে যেতে যেতে আপনি এই পর্যায়ে পৌঁছেছেন, এটি দেশের বহু মানুষের জন্য একটি অনুপ্রেরণা। আপনি হাউসে এই সম্মানিত পদটি গ্রহণ করছেন'।
ধনখড়কে আজ মোদি "কিষাণ পুত্র" হিসাবে অভিহিত করেছেন। ধনখড় এক সময়ে সেনা স্কুলে পড়াশোনা করেছিলেন। এইভাবে, তিনি "জওয়ান এবং কিষাণ" উভয়ের সঙ্গেই ঘনিষ্ঠভাবে জড়িত। প্রধানমন্ত্রী মোদি এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রামনাথ কোবিন্দের কথাও বলেন। তিনি বলেন, মুর্মু একজন আদিবাসী সম্প্রদায়ের এবং তার পূর্বসূরি রামনাথ কোবিন্দও সমাজের প্রান্তিক শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী এদিন বলেন, এবার শীতকালীন অধিবেশন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ভারত 'অমৃত কাল' যাত্রা শুরু করছে সেই সঙ্গে জি২০ গ্রুপের সভাপতিত্ব গ্রহণ করছে। তিনি আরও দাবি করেন, দেশের সাংসদ স্বাচ্ছন্দ্য ও দায়িত্বশীলতার সঙ্গে 'সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল' (এসডিজি) অর্জনে বিশ্বে মশাল বাহক হবে। রাজ্যসভা দেশের সবচেয়ে বড় শক্তি। এর আগে আমাদের অনেক প্রধানমন্ত্রী রাজ্যসভার সদস্য হিসাবে কাজ করেছেন।
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ
বেঙ্গাইজোতের এশিয়ান হাইওয়ে-২তে মুখোমুখি সংঘর্ষ দুটি গাড়ির , আহত ৫
যখন কোনো দলীয় কর্মসূচিতে যাই, তখন কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাই না , দাবি সায়নীর
আবাস যোজনায় দুর্নীতি , দলীয় অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পরলেন তৃণমূল কর্মীরা