নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রায় সাতমাসের বেশি সময় ধরে গরু পাচার মামলায় জেলবন্দি অনুব্রত মন্ডল। বর্তমানে তিহাড় জেলে কাটছে দিন তার। আর এর পরেও বীরভূমের জেলা সভাপতি পদে কোনও বদল আনল না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। এদিন পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূম জেলার সংগঠন নিয়ে বিশেষ বৈঠক ছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের। সেই বৈঠকেই জেলবন্দি অনুব্রত মন্ডলের উপর আস্থা রাখল দল।
এদিন প্রায় তিনশো জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে অনেকেই মনে করেছিলেন এবার হয়তো বীরভূমে নতুন কোনও জেলা সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। কিন্তু দেখা যায় জেলা সভাপতি হিসেবে অন্য কারও নাম ঘোষণা করা হল না। অর্থাৎ অনুব্রত মন্ডলকেই জেলা সভাপতি করে রাখা হল।
এদিনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বীরভূম জেলা তৃণমূল সভাপতি জেলবন্দি অনুব্রত মন্ডল। তবে তার অনুপস্থিতিতে ওই জেলার সংগঠনের গুরুদায়িত্ব মমতার কাঁধে। এছাড়া জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। জেলার নেতানেত্রীদের মধ্যে সমন্বয় রক্ষার ভার বিকাশ রায়চৌধুরীর কাঁধে দেওয়া হয়েছে। এছাড়া জেলার কোনও বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অধিকারও একমাত্র বিকাশকেই দিয়েছে ঘাসফুল শিবির।
সূত্রের খবর, এদিনের বৈঠকে বীরভূমের দলের অন্তর্কলহ নিয়েও আলোচনা হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বলেই সাফ জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা গিয়েছে, বারবার মুখ খুলে বিতর্ক তৈরির করার জন্য নানুরের তৃণমূল নেতা কাজল শেখকেও নাকি বকাঝকা করেন 'দিদি'।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক