নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - দ্বিতীয় দফা নির্বাচন শেষে হলদিয়া মহকুমার জেলার তিনটে বিধানসভা হলদিয়া, মহিষাদল এবং নন্দীগ্রামের সমস্ত EVM মেশিন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় বাসুদেবপুর গভর্মেন্ট স্পন্সর্ড হাই স্কুলে রাখা হয়।
ভোট গ্রহনের ৪৮ ঘন্টা না কাটতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুললেন হলদিয়ার তৃণমূল প্রার্থী স্বপন নস্কর। তিনি অভিযোগ করেন, স্কুলের আশে পাশে নিরাপত্তার অভাব। যে যখন খুশি ঢুকে পড়ছে স্কুল প্রান্তরে। এমনকি সি.সি ক্যামেরা খারাপ হয়ে গেছে। রাতে শুধুমাত্র তৃণমূল কর্মীরা পাহারায় থাকে তাদের উপর যখন তখন হামলা হতে পারে। স্ট্রং রুমের পেছনেও কোনো নিরাপত্তা নেই। জানলা ভেঙেই হয়ে যেতে পারে EVM লুঠ।
তিনি আরও জানান, কেন্দ্রীয় বাহিনীরা বিজেপির হয়ে কাজ করে। তাই শুধুমাত্র তাদের উপর ভরসা করে EVM মেশিন ছাড়া যায় না।
অন্যদিকে উল্লেখ্য অভিযোগের উত্তরে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন ব্যানার্জী বলেন, EVM মেশিন গার্ড দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর। তৃণমূল সুপ্রিমো ভোটের ফলাফল জেনে গেছে। তাই নিজের কর্মী-সমর্থকদের পাঠিয়ে ভোট লুঠের পরিকল্পনা করছে।