নিজস্ব প্রতিনিধি, কলকাতা - সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের হাতে তৈরী 'পদাবলি' কালেকশনের গহনা ও হাতে বোনা শাড়ির অনন্য সম্ভার প্রদর্শনের জন্য আয়োজিত চার দিনের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্টা গায়িকা লোপামুদ্রা মিত্র, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর শ্রীমতি জয়িতা সেন এবং এনআইএফটি কলকাতার জুয়েলারি ডিজাইনিংয়ের সিনিয়র ফ্যাকাল্টি শ্ৰীমতী জয়তী মুখার্জি ।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আজ নিয়ে এলো তার ফ্যাশন এবং লাইফস্টাইল জুয়েলারি সাব ব্রান্ড গসিপ এর নতুন কালেকশন । হাতে তৈরী সিলভার ও নন সিলভার জুয়েলারীর এই অনন্য সংগ্রহের নাম – পদাবলী । আজ থেকে শুরু হওয়া চারদিনের জন্য আয়োজিত এই প্রদর্শনীতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং তন্তুশিল্পীদের মধ্যে অনবদ্য মেলবন্ধনের নিদর্শন - একই নকশার হাতে তৈরী গয়না এবং হাতে বোনা শাড়ীর সম্ভার প্রদর্শিত হয়েছে । এই বিশেষ প্রদর্শনীটি ২৩শে মার্চ থেকে ২৬শে মার্চ পর্যন্ত কলকাতার গ্যালারি গোল্ড আর্ট সেন্টারে শহরের শাড়ি এবং গহনা প্রেমীদেরকে বাংলার ঐতিহ্যমন্ডিত কারুশিল্প ও কারিগরি সম্যক অনুভব করার সুযোগ করে দিয়েছে। দর্শকদের মন্ত্রমুগ্ধ করবে হাতে বোনা শাড়ির ডিজাইন এবং গহনাতে তার সম-প্রতিফলন। এই বিশেষ সম্ভার সেনকো গোল্ড এবং ডায়মন্ডসের গ্রাহকদের জন্যই তৈরি করা হয়েছে।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস অভিজ্ঞ তন্তুশিল্পী শ্রী মানস ঘোড়াইয়ের সঙ্গে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এই উদ্যোগের প্রধান আর্কিটেক্ট এবং সংস্থার ডিরেক্টর ও মার্কেটিং হেড জয়িতা সেন বলেন, “আমরা শহরের শাড়ী ও গহনা অনুরাগীদের সামনে পদাবলির দ্বিতীয় সংস্করণ প্রদর্শন করতে পেরে আনন্দিত। এই অনন্য উদ্যোগের মাধ্যমে আমরা নারীর নিজেকে নতুনভাবে সাজিয়ে তোলার ইচ্ছাকে একটি নতুন রূপ দিতে চেয়েছি যা তাঁদের আত্মতৃপ্তি দেবে এবং ব্যক্তিত্ব প্রকাশে সহায়ক হবে । বাংলার জহুরীশিল্পী ও তন্তুশিল্পীদের দক্ষতার নিদর্শন এই পদাবলী কালেকশন পয়লা বৈশাখ উদযাপনের আনন্দ আরও বাড়িয়ে তোলার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ।”
বিকাল ৩টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত প্রদর্শনী চলাকালীন ক্রেতারা তাঁদের পছন্দের শাড়ি ও গহনা কিনতে পারবেন। প্রতিটি শাড়ির সঙ্গেই মিলবে মানানসই নেকলেস, কানের দুল, চুড়ি। দাম শুরু হাজার টাকা থেকে ৷ ২৬শে মার্চ প্রদর্শনী শেষ হওয়ার পরও পদাবলী কালেকশন পাওয়া যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সকল শোরুমগুলিতে।
গুজরাত টাইটান্স – ২১৪/৪ (২০)
চেন্নাই সুপার কিংস – ১৭১/৫ (১৫) (ডিএলএস পদ্ধতি)
এই স্থানে পড়ে ছিল দেবী সতীর স্তনযুগল
১৫ ওভারে জয়ের জন্য ১৭১ রান দরকার চেন্নাইয়ের
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
বাইরন শুভেন্দু নয় , অভিষেকের ঘনিষ্ঠ , তা তৃণমূল প্রমান করে দিয়ে গেল , তোপ সুকান্তর
নিজেদের শৃঙ্গার করতে বানিয়ে নিতে পারেন এই গয়না
অর্ডন্যান্স ফ্যাক্টরি চান্দা ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার পদে ২৫০ জন লোক নিয়োগ করছে
৩ বল খেলে ৪ রান তোলেন চেন্নাইয়ের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়
এই স্ক্রাব ফেরাবে ত্বকের উজ্জ্বলতা
দেখুন কেনো বিখ্যাত আজকের দিনটি
এই কেক খেতে যেমন সুস্বাদু তেমনই লোভনীয়
ঘরোয়া টোটকায় আমলকী করতে পারে অনেক রোগের নিরাময়
ফের রুপোর দাম অপরিবর্তিত
ফের সোনার দাম অপরিবর্তিত
সকলের সামনে প্রেমিকাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় প্রেমিক