সেরা দুর্গাপুজোর জন্য আলাদা পুরস্কার দেবে রাজভবন , নতুন করে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের পরিস্থিতি

সেপ্টেম্বর ২৯, ২০২৩ দুপুর ১২:১২ IST
65166b418be24_Raj-bhaban

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তারপরেই মা দূর্গা মর্তে আসবেন আর বাঙালি মাতবে উৎসবে। আর এই পুজো উপলক্ষ্যেই কমিটি গুলিকে নানা পুরস্কার দিয়ে থাকে রাজ্য সরকার। তবে এবার আরেকটি পুরস্কার যোগ হয়েছে। তা হলো রাজভবনের তরফে দুর্গাভারত সম্মান। আর এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠছে রাজ্য সরকারের পুরস্কার দেবার পরেও রাজভবনের নতুন করে পুরস্কার দেবার প্রয়োজনীয়তা কী?

সূত্রের খবর , দু'দিন আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস 'দুর্গাভারত সম্মান' নামে একটি সম্মানের কথা ঘোষণা করেছেন। যার তিনটি স্তর রয়েছে। যারা প্রথম স্থান অধিকার করবে তারা পাবে দুর্গাভারত পরম সম্মান সঙ্গে ১ লক্ষ টাকা , দ্বিতীয় দুর্গাভারত সম্মানে ৫০ হাজার টাকা ও তৃতীয় দুর্গাভারত পুরস্কার ২৫ হাজার টাকা। অন্যদিকে রাজ্য সরকারের তরফেও দুর্গাপুজো উপলক্ষ্যে প্রতি বছর বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হয়ে থাকে। আর এবার রাজ্যের পরেও রাজভবনের তরফেও নতুন করে পুরস্কার ঘোষণা করা হলো। তবে কি দুর্গাপুজোর পুরস্কার নিয়েও রাজ্য-রাজ্যপালের মধ্যে সংঘাতের মেঘ ঘনিয়ে আসছে? এমনটাই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

আসলে রাজ্য রাজ্যপালের মধ্যে সংঘাত নতুন নয়। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গেও রাজ্যের সংঘাত একসময় চরমে ওঠে। তারপর নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস পদে আসীন হলে প্রথম প্রথম রাজের সঙ্গে সমীকরন খানিকটা উন্নত হলেও বর্তমানে বেশ কিছু ইস্যু নিয়ে রাজ্য- রাজ্যপালের কার্যত ঠান্ডা লড়াই চলছে। তা সে উপাচার্য ইস্যু হোক আর পুজোয় পুরস্কারের বিষয় হোক। তবে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যাবে সেই দিকেই নজর সকলের।

ভিডিয়ো

Kitchen accessories online