শেষ মুহূর্তে ভারতের বিশ্বকাপ দলে ঢুকলেন অশ্বিন

সেপ্টেম্বর ২৮, ২০২৩ রাত ০৯:৫১ IST
6515a7acae22b_WhatsApp Image 2023-09-28 at 21.49.39_cdc8c61b

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই – হাতে আর এক সপ্তাহ সময় নেই। তারপরেই ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এর আগে প্রায় সব দলগুলি ১৫ সদস্যের নাম ঘোষণা করে দিয়েছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ঠিক ছিল অক্ষর প্যাটেল ভারতের বিশ্বকাপ দলে রয়েছেন। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন।

চলতি মাসে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়েছিলেন অক্ষর প্যাটেল। তার পরিবর্তে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। চোটের জন্যই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। তার পরিবর্তে ভারতীয় দলে জায়গা পেলেন রবিচন্দ্রন অশ্বিন। শেষ মুহূর্তে ভাগ্যের চাকা ঘুরে গেল ভারতের এই অভিজ্ঞ অফস্পিনারের। প্রায় দেড় বছর পর ওয়ানডে ক্রিকেটে ফিরলেন অশ্বিন।

ভিডিয়ো

Kitchen accessories online