নিজস্ব প্রতিনিধি , হুগলী - কথায় আছে না বাঙালির বারো মাসে , তেরো পার্বণ। দুর্গাপুজো , কালীপুজোর পর এবার আসছে জগদ্ধাত্রী পুজো। করোনা , লকডাউন সব মিলিয়ে প্রায় দুই বছর পর জনরোষ দেখা গেছে দুর্গাপুজো এবং কালীপুজোতে। এবার সেই জনরোষই দেখা যেতে চলেছে চন্দননগর এবং ভদ্রেশরের জগদ্ধাত্রী পুজোয়।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রাচীন কালের ঐতিহ্য বহন করে আসছে। লোকমুখে শোনা যায় , প্রায় ৪০০ বছর ধরে চন্দননগরে মা জগদ্ধাত্রী আরাধিত হয়ে আসছেন। করোনার পর ফের দুই বছর পর মহা সমারোহে চন্দননগর থেকে শুরু করে ভদ্রেশরে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে।
জানা গেছে , ভদ্রেশর এবং চন্দননগর মিলিয়ে দুশোটিরও বেশি জগদ্ধাত্রী পুজো হয়। আলোর শহর চন্দননগরে শেষ মুহূর্তে মা জগদ্ধাত্রীর মন্ডপসজ্জায় ব্যস্ত পুজো কমিটিগুলো। কোথাও থিম তো কোথাও সাবেকিয়ানায় তৈরি হচ্ছে মন্ডপ।
চন্দননগরের উত্তরাঞ্চল সন্তানসংঘের পুজো এবার পদার্পন করল ৫৬ বছরে। এবছরে তাদের থিম 'অশনি সংকেত'। পুজো কমিটির এক সদস্যের কথায় , মানুষের তৈরি দূষণের কারণেই ভবিষ্যতে মানুষ সহ জীব জগতে আসতে চলেছে অশনি সংকেত। প্লাস্টিক দূষণ দিন দিন বেড়েই চলেছে। কিছু বছর পর হয়তো সমুদ্রে প্লাস্টিক জমা হতে হতে সামুদ্রিক জীব জগৎ নিশ্চিহ্ন হয়ে পরবে। তখন পৃথিবীর জীব বৈচিত্র্যে ব্যাপক ক্ষতি হবে। এই ভাবনাই দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই বছর তারা এই 'অশনি সংকেত' থিমের প্যান্ডেল করার সিদ্ধান্ত নিয়েছেন।
সেই সঙ্গে চন্দননগরের আরেক নামকরা পুজো হল বোড় কালীতলার জগদ্ধাত্রী পুজো। ৫৩ বছরে তাদের থিম 'আশ্রয়'। পুকুরের ওপর তৈরি হচ্ছে কৃত্রিম সেতু। বোড় কালীতলার এক পুজো উদ্যোক্তার কথায় , যারা আশ্রয়হীন , যাদের কোন আশ্রয়স্থল নেই , তারা একটু আশ্রয়ের জন্য মাকেই স্মরণ করেন। তার প্রতীকী হিসেবেই এবছরে তাদের মন্ডপসজ্জা করা হয়েছে।
চন্দননগরের আরেক জনপ্রিয় পুজো হাটখোলা দৈবক পাড়ার জগদ্ধাত্রী পুজো। এবছর তারা পঞ্চাশ বছরে পদার্পন করতে চলেছে। গোল্ডেন জুবলী বছরে তাদের পুজোর থিম 'উদযাপন'। অর্থাৎ পঞ্চাশ বছরকে কেন্দ্র করেই তাদের এবারের মন্ডপ সজ্জা। এই পুজো কমিটির এক সদস্যের কথায় , পঞ্চাশের আঙিনায় মায়ের বরণ। মূল থেকেই শিকড় , গাছের সৃষ্টি হয়। সেরকমই তাদের এই পুজো। মূল থেকেই সৃষ্টি হয়ে আজ এই পুজো পঞ্চাশে পা দিয়েছে। সেটাই ফুটিয়ে তোলা হচ্ছে হাটখোলা দৈবক পাড়ার জগদ্ধাত্রী পুজোর মন্ডপে।
এই ভাবেই জগদ্ধাত্রী পুজোর আরাধনার শেষ মুহূর্তের প্রস্তুতিতে মেতে উঠেছে আলোর শহর চন্দননগর।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের