নিজস্ব প্রতিনিধি, দিল্লি - গত বছর বিরোধীদের প্রবল বিরোধিতা সত্ত্বেও সংখ্যাধিক্যের কারণে রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত কৃষি বিল। তারপর থেকেই ৪০টি কৃষক সংগঠনের সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ২৬ শে নভেম্বর থেকে টিকরি বর্ডারে শুরু হয় কৃষক আন্দোলন।
দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের আন্দোলনের আজ সাত মাস পূর্ণ হচ্ছে। সাত মাস পূর্ণ হওয়ার উপলক্ষে, কৃষকরা ট্রাক্টর সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, গোয়েন্দা সংস্থাগুলি দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলিকে সতর্ক করেছে, পাকিস্তান-ভিত্তিক আইএসআইয়ের সাথে যুক্ত লোকেরা কৃষকদের আন্দোলনকে টার্গেট করতে পারে বলে।
ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় প্রেস ইনচার্জ শমসের রানা বলেন, উত্তর প্রদেশের কয়েকটি জেলা থেকে প্রায় ৫০০ কৃষক ট্র্যাক্টর ট্রলি নিয়ে পৌঁছেছে টিকরি বর্ডারে। শনিবার প্রায় এক হাজার ট্রাক্টর আসার কথা রয়েছে।
তিনি আরোও বলেন, ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত ঘোষণা করেছেন, প্রতি ২৬ তারিখে প্রতিটি দশম দিনে কৃষকরা ট্রাক্টর সমাবেশ করে গাজীপুর সীমান্তে পৌঁছাবেন। উত্তর প্রদেশের রাষ্ট্রপতি রাজভীর সিং বলেছেন, পুরো রাজ্য ট্র্যাক্টর সমাবেশের জন্য প্রস্তুত এবং পুরোদমে প্রস্তুতি চলছে।
নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদী কৃষকদের এই আন্দোলন শনিবার সাত মাস পূর্ণ হবে। গাজীপুর সীমান্তে কৃষকদের পক্ষ থেকে ট্র্যাক্টর র্যালি বের করা হবে যাতে তারা দিল্লির সীমান্তে তাদের উপস্থিতি উপলব্ধ করাতে পারে। এতে বিপুল সংখ্যক কৃষক অংশ নেবেন।
শুক্রবার গাজীপুর সীমান্তে কৃষকদের বিশাল ভিড় নজরে পড়ে। যেখানে গত বেশ কয়েকদিন ধরে হাতে গোনা মানুষকে দেখা যাচ্ছিল, সেখানে শুক্রবার বিকেলে একের পর এক অনেক ট্রাক্টর এবং ট্রলি আসে। ভারতীয় কিষাণ ইউনিয়নের জাতীয় মুখপাত্র (অ্যাপোলিটিক্যাল) রাকেশ টিকাইতও পৌঁছান। তিনি এখানে কৃষকদের জন্য স্থায়ী জলের ট্যাঙ্কের নির্মাণ কাজ দেখেন এবং সীমান্তের সমস্ত কৃষকদের সাথে দেখা করেন এবং তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন। রাকেশ টিকাইত জানান, ২৬ শে জুন শনিবার সীমান্তে একটি ট্রাক্টর সমাবেশ করা হবে।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।