গোর্খাদের জন্য ঝুরি ঝুরি প্রতিশ্রুতি শাহের

এপ্রিল ০২, ২০২১ বিকাল ০৭:৪৩ IST
60671be8c680d_images (23)

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার - শুক্রবার কোচবিহারে জনসভা করার পর আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিনী চা বাগানের ময়দানের জনসভায় যোগদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলিপুরদুয়ারের কালচিনি জনসভায় উপস্থিত ছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা এবং কালচিনির তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক উইলসন চম্পমারি সহ জেলা বিজেপির সভাপতি গঙ্গা প্রসাদ শর্মা।

কালচিনি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে, তৃণমূল জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা যোগদান করেন গেরুয়া শিবিরে। ভোটের মুখে তৃণমূল ত্যাগ করে, মোহন শর্মার বিজেপিতে যোগদান অস্বস্তিতে ফেলেছে জোড়া ফুল শিবিরকে।

২০২১ বিধানসভা নির্বাচনে, বিজেপি জিতলে, বাংলায় গোর্খাদের কর্মসংস্থান করার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আরও বলেন, " চা বাগানের শ্রমিকদের ৩০০ টাকার উপর মজুরি বৃদ্ধি করা হবে।"

ভিডিয়ো

Kitchen accessories online