নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - সহায় অ্যাপ ব্যাবহার করে বহুমানুষ ইতিমধ্যে উপকৃত হয়ছে। এই অ্যাপের মাধ্যমে সাধারন মানুষও বেশ কিছু ঘটনা পুলিশকে দ্রুত জানাতে পেরেছে। ফলে অপরাধের পরিমাণ কমাতেও জেলা পুলিশ সফল হয়ছে। এদিন বেলগুমা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে যেসকল যুবক সহায় অ্যাপের মাধ্যমে পুলিশকে কোনো ঘটনা জানিয়েছে তাদের হাতে তুলে দেওয়া হলো শংসাপত্র ও পুরস্কার। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি তাদের হাতে এই সম্মান তুলে দিলো ।
এদিন সম্মানিত হয়ছে বরাবাজারের বাসিন্দা উত্তম মাহাতো। দিন পাঁচেক আগে বরাবাজার থানার প্রত্যন্ত গ্রাম বনডিতে বাজের কবলে পরে আহত হয়েছিলেন ১৪ জন। সেই খবর উত্তম মাহাতো সহায় অ্যাপের মাধ্যমে পুলিশকে জানান। খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসতে সক্ষম হয় পুলিশ। ঠিক সময় তাদের উদ্ধার করার ফলে ২কে হারালেও বাকি ১২ জনের প্রাণ রক্ষা পেয়েছে।
এদিন সম্মানিত হয়ছে রাজেশ মাহাতো। ঝাড়খণ্ডের একটি দুষ্কৃতী দল রানীবাঁধ গ্রামের এক যুবককে টাকা পয়সা জনিত ঝামেলার কারণে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। সেই সময় রাজেশ মাহাতো সহায় অ্যাপের মাধ্যমে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জয়পুর থানার পুলিশ গাড়িটি আটক করতে সক্ষম হয়। এদিন ঐ অনুষ্ঠানে ৭১৫ জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দেন পুলিশের আধিকারিকরা।
এদিন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি জানিয়েছেন, "আমি অত্যন্ত খুশি বোধ করছি যে মানুষ এই ভাবে এগিয়ে এসেছে অন্যকে সাহায্য করতে। সহায় অ্যাপের মাধ্যমে আমরা যখনই যে ঘটনা জানতে পারছি তখনই তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে পারছি। এতে সাধারন মানুষেরও খুব উপকার হয়ছে। রানীবাঁধ গ্রামের ঘটনার ক্ষেত্রে অপহরণ হয়ে যেতে পারতো। কিন্তু আমরা তা আটকাতে পেরেছি। বরাবাজারে বাজের ঘটনায় আমরা ২জনকে হারালেও বাকিদের সঠিক সময়ে চিকিৎসা দিতে পেরেছি।"
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার