নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ - সংযুক্ত মোর্চার আসনে, মুর্শিদাবাদের বড়ঞায এলাকার পদপ্রার্থী হয়েছেন,জেলা পরিষদের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেতা শিলাদিত্য হালদার। বুধবার নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে তিনি আসেন বড়ঞার, কুলি মোড়ের জাতীয় কংগ্রেস কার্যালয়ে। তিনি কংগ্রেস কার্যালয়ে এলে তাকে ঘিরে শুরু হয় বাম-কংগ্রেস সদস্যদের আনন্দ উদ্দীপনা। ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তাকে, এর পর কুলি চৌরাস্তা মোড়ের সমস্ত দোকান ও জনসাধারণের সঙ্গে কথা বলে পার্থী পরিচয়ের পর, এ দিন ভোটের প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী শিলাদিত্য হালদার।