ষষ্ঠীর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর

অক্টোবর ০১, ২০২২ বিকাল ০৭:১২ IST
63382c8b1acee_image-192981-1645441391bdjournal

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ষষ্ঠীর সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এছাড়াও এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক যুবক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। বাইপাস থেকে ফ্লাইওভার ধরে ভিআইপি রোডে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় বাইকটি। মৃতের নাম রাহুল ঘোষ। তিনি গড়ফার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন বাইপাসে বিমানবন্দরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল বাইকটি।ফ্লাইওভার থেকে নামার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পরে যান বাইক চালক। পিছনে আরও এক যুবক বসেছিলেন। রামপ্রসাদ ঘড়ামি নামে ওই যুবকও ছিটকে পরেন। তার মাথায় গুরুতর চোট লাগে।

এরপর পথ চলতি সাধারণ মানুষ খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় লেকটাউন থানার ট্রাফিক পুলিশ। পুলিশ দ্রুত আহত দু’জনকে উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে , চিকিত্‍সকরা রাহুল ঘোষ নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। আর অন্যজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে হাসপাতালে চিকিত্‍সাধীন।

পুলিশ জানিয়েছে , দু’জনের মাথায় হেলমেট ছিল না। মত্ত অবস্থায় ছিলেন দুই বাইক আরোহী। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই যুবক। 

এদিকে পুজোতে কলকাতা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে একাধিকবার সচেতন করা হচ্ছে। কিন্তু তবুও সচেতন হচ্ছেন না অনেকেই , এই ঘটনা তারই প্রমাণ। উত্‍সবমুখর দিনগুলোতে মর্মান্তিক ঘটনা কলকাতার বুকে।

ভিডিয়ো

Kitchen accessories online