শুভেন্দু অধিকারী সারা বাংলার বাঘ

এপ্রিল ১৩, ২০২১ রাত ১১:৩৮ IST
6075a7829d847_WhatsApp Image 2021-04-13 at 19.38.53

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর – কয়েকদিন আগেই চোপড়া তৃণমূল কংগ্রেস নেতা হামেদুল রহমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চোপড়াতে যাওয়া প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, “শুভেন্দু অধিকারী যদি চোপড়াতে সড়ক পথে আসতেন তবে চোপড়ার বাসিন্দারা তার মৃতদেহ নন্দীগ্রামে পাঠানোর ব্যবস্থা করতেন।”

এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পান্ডা। হামিদুলের মন্তব্যের জবাবে কণিষ্ক বাবু বলেন, “কুকুর আপনার এলাকায় বাঘ হয়, কিন্তু শুভেন্দু অধিকারী সারা বাংলার বাঘ। দু তারিখের পরে মনে থাকবে তো? তুমি তো শুধুমাত্র একটা মাছি। কনিস্ক বাবু আরও বলেন এই সময় ভোট চলছে আমরা চাই না ভোট চলা কালীন কোনও উত্তেজনা মূলক কর্ম হোক, তবে সাধারণ মানুষই আপনাকে জবাব দিয়ে দেবে, আর আপনি আগে নিজে ঠিক করুন ২ তারিখের পরে কোথায় থাকবেন।"    

ভিডিয়ো

Kitchen accessories online