নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে জনসভা করার কথা ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তাঁর পরিবর্তে জনসভায় যোগ দেবেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও নায়িকা প্রার্থী পায়েল সরকার। বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক বাপি সরকার।
যোগী আদিত্যনাথের দপ্তরে একাধিক কর্মী করোনা আক্রান্ত হওয়ার ফলে তিনি এখন হোম কোয়ারেন্টাইনে, ফলে বৃহস্পতিবারের জনসভায় যোগ দিতে পারছেন না তিনি।
জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার সাংবাদিকদের জানান, "যোগী আদিত্যনাথজী আগামীকালের জনসভায় যোগ দিতে পারছেন না, তাঁর পরিবর্তে একই সময়ে একই স্থলে আমাদের আর এক লড়াকু নেতা শুভেন্দু অধিকারী ও বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা পায়েল সরকার জনসভা করবেন।"