নিজস্ব প্রতিনিধি, কলকাতা - এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই সিবিআইকে ফাঁকি দেওয়ার চেষ্টায় তৎপর শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। সিবিআই দফতরে হাজিরাকে কেন্দ্র করে একপ্রস্থ নাটকের পর, অবশেষে ধরা দিলেও, আজ ফের নির্দেশ অমান্য করে কলকাতা ছেড়েছেন পরেশ অধিকারী। সূত্রের খবর, বাগডোগরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেওয়ার পর প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এরপর ফের শুক্রবার সারাদিন দফায় দফায় প্রায় সাড়ে ৯ ঘন্টা জেরার পর শনিবারেও নিজাম প্যালেসে ৪ ঘন্টার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন তিনি। তবে সিবিআইয়ের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়, কোনোভাবেই এখনই কলকাতা ছেড়ে যেতে পারবেন না তিনি।
কিন্তু আজ সিবিআইয়ের নির্দেশ উপেক্ষা করেই, কড়া নিরাপত্তার মধ্যে থেকে ফের উধাও হলেন পরেশ অধিকারী। নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৭:৩০ টার বিমানে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সিবিআই নির্দেশ অমান্য করে, শিক্ষা প্রতিমন্ত্রীর মহানগরী ছাড়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে গোয়েন্দারা। শিক্ষা প্রতিমন্ত্রীর এই সিদ্ধান্ত, তাকে আরও বিপাকে ফেলতে পারে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারীর। ২০১৮ সালে ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে যোগদান করেন পরেশ অধিকারী। অভিযোগ উঠেছে, এরপর ৪৮ ঘন্টার মধ্যেই সরকারি শিক্ষক হিসেবে নিয়োগ হয় তার কন্যার।
মেধা তালিকায় নাম না থাকা সত্বেও, এমনকি পার্সোনাল টেস্ট ছাড়াই কোচবিহারের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে চাকরি পেয়ে যান অঙ্কিতা অধিকারী। এরপরই ২০১৬ সালের একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ জানিয়ে ববিতা সরকার নামে এক পরীক্ষার্থী মামলা দায়ের করেন।
মামলাকারীর অভিযোগ, ওয়েটিং লিস্টে ২০ নম্বরে নাম ছিল তার, কিন্তু কিছুদিন পর দেখা যায় তার নাম ২১ নম্বরে চলে গিয়েছে। কম নম্বর পাওয়া সত্বেও ১ নম্বরে উঠে এসেছে শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা অঙ্কিতা অধিকারী নাম। তবে শেষ পর্যন্ত নিয়োগপত্র হাতে পাননি ববিতা। এরপরই আদালতের দ্বারস্থ হন তিনি।
১৭ মে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি শুরু হয়। সেই মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। কিন্তু নির্দিষ্ট সময়ে সিবিআই দফতরে হাজিরা দেননি তিনি।
পৌনে আটটা নাগাদ নর্থ বেঙ্গল থেকে পরেশ অধিকারী ও তার কন্যা পদাতিক ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও শিয়ালদহতে নামতে দেখা যায় না তাদের। বুধবার সকাল ৬:৪৫-এ শিয়ালদহ স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায় পদাতিক এক্সপ্রেস। কিন্তু শিয়ালদহ স্টেশনে নামেননি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তার কন্যা অঙ্কিতা অধিকারী।
বর্ধমান স্টেশনে নেমে, সার্কিট হাউসে দিন কাটিয়ে, বিকালে সাদা গাড়িতে করে উধাও হয়ে যান পরেশ অধিকারী ও তার কন্যা। ফলে CBI'র পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়। এরপর হাইকোর্টের হুঁশিয়ারির পর, অবশেষে গতকাল বাগডোগরা বিমানবন্দর থেকে বিকেল ৫টা নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ৫:৫৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন পরেশ অধিকারী। এরপরই নিজাম প্যালেসে পৌঁছান তিনি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর
বুমরার ব্যাটিং ২০০৭ সালের যুবরাজ সিংয়ের কথা মনে করিয়ে দেয় মাস্টার ব্লাস্টারকে
গোধরা কান্ডে ৩৫ তম অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদন্ডের ঘোষণা