নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - শনিবার শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা নিরীহ ভোটারদের উপর গুলি চালায়। এই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় তৃণমূল কর্মীরা সরব হয়েছে।
রবিবার বিষ্ণুপুরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই মিছিল বিষ্ণুপুর পৌরসভার প্রাঙ্গণ থেকে শুরু করে গোটা বিষ্ণুপুর শহর পরিক্রমা করে পুনরায় বিষ্ণুপুর পৌরসভার প্রাঙ্গণে এসে শেষ হয় । এই দিনের মিছিলে প্রায় ২০০জন তৃণমূল কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন। মিছিলে অংশগ্রহণ করেছিলেন তৃনমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট ডাঃ জয়মাল্য ঘর, বিষ্ণুপুরের প্রসাশক দিব্যেন্দু ব্যানার্জি, জেলার কর্ম্যাদক্ষ মথুর কাপড়ি, তৃনমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শুসান্ত মুখার্জী, ভাইস প্রেসিডেন্ট মহাদেব দে এবং অন্যান্য তৃনমূল কর্মীরা।
তৃনমূল কংগ্রেসের টাউন প্রেসিডেন্ট ডাঃ জয়মাল্য ঘর বলেন, "বিষ্ণুপুর শহর এবং ব্লক তৃনমূলের পক্ষ থেকে যৌথ ভাবে এই ধিক্কার মিছিল পালন করা হয়েছে। মৌনব্রত পালন করে আমাদের কর্মীদেরকে হত্যার প্রতিবাদে আমরা বিষ্ণুপুর শহর পরিক্রমা করলাম।"
তৃনমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট শুসান্ত মুখার্জী বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ধিক্কার মিছিল করলাম। আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাইছি।"
অমিত শাহের পদত্যাগের দাবিও সামনে রাখেন তারা।