নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - গত কয়েকদিন আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ২২ শে জানুয়ারি শিলিগুড়ি পৌরসভা নির্বাচন হওয়ার ঘোষণা হতেই রীতিমতো প্রস্তুতিতে নেমে গিয়েছিল সকল দলীয় সদস্যরা। যথারীতি বুধবার বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। তবে সেই প্রার্থী তালিকায় ২ নং ওয়ার্ডে বিজেপি কর্মী প্রদীপ চক্রবর্তীর নাম না থাকায় প্রকাশ্যে গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগে সরব হলেন তিনি।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উদ্বাস্তু সেলের কো-কনভেনার তথা বিজেপির সক্রিয় কর্মী প্রদীপ চৌধুরী বলেন, কোভিড পরিস্থিতিতে দু'নম্বর ওয়ার্ডে বিজেপির হয়ে প্রাণের ঝুঁকি রেখে একাধিক কাজ করেছি। যার কারণে সেই ওয়ার্ডে বিজেপি নিজের অস্তিত্ব দাঁড় করাতে সক্ষম হয়েছে। যেখানে বিজেপির কোন অস্তিত্ব ছিলনা, সেখানে আমার পরিশ্রমে জায়গা পেয়েছে পদ্ম শিবির। যথারীতি এরপরই পদ্ম শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল পুর নির্বাচনে প্রার্থী করা হবে।
অভিযোগ, দু'নম্বর ওয়ার্ডে প্রদীপ চৌধুরীর বদলে প্রার্থীর তালিকায় নাম এসেছে দলেরই একজন মহিলা কর্মী বীনা পালের। যথারীতি নিজের আশানুরূপ নাম না আসায় প্রদীপ চৌধুরী বলেন, দলের হয়ে বহু কাজ করার পরেও আজ দল থেকে বিনা কারণে বহিস্কৃত হলাম। বিজেপিকে ভালোবেসে নিজের পকেট থেকে এক লক্ষ টাকা খরচ করেছি। তা সত্ত্বেও দল প্রার্থী করেনি। পুরো ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে বিজেপি। তবে সম্ভবত অর্থের বিনিময়ে প্রার্থী সিট বিক্রি করেছে পদ্ম শিবির।
পরবর্তীতে বিজেপি কার্যালয়ের সামনে একরাশ ক্ষোভ উগরে দেওয়ায় প্রদীপ ভট্টাচার্য পুলিশের মাধ্যমে কার্যালয় থেকে বের করে দেয় দলীয় সদস্যরা। তবে বিজেপি অফিস থেকে বের হলেও মনের থেকে দলের প্রতি রাগ কমাতে পারেননি প্রদীপ ভট্টাচার্য্য।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড