নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২২ শে জানুয়ারি শিলিগুড়ি পৌরসভার নির্বাচন। তাই এই উপলক্ষ্যে গতকাল বামেদের পর এবার প্রার্থী তালিকা প্রকাশ করলো গেরুয়া শিবির। তবে এবার বিজেপির ওই তালিকায় হেভিওয়েট কোনও নাম না থাকলেও প্রাক্তন তৃণমূল নেতা নান্টু পাল ও প্রাক্তন বাম নেতা তথা বিজেপি বিধায়ক শংকর ঘোষকে প্রার্থী করে তৃণমূল ও বামেদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ল বিজেপি।
পৌর নির্বাচনের জন্য শিলিগুড়ি শহরের মোট ৪৭ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। জানা গিয়েছে, নির্দল প্রার্থী হিসেবে না দাড়িয়ে ১২ নম্বর ওয়ার্ড থেকে লড়বেন নান্টু পাল। ২৪ নম্বর ওয়ার্ড থেকে নম্বর ওয়ার্ড থেকে লড়াই করবেন ২০২১-এ বাম ত্যাগী বিধায়ক শংকর ঘোষ। ১১ নম্বর ওয়ার্ডের লড়বেন নান্টু পালের স্ত্রী তথা তৃণমূল ত্যাগী প্রাক্তন কাউন্সিলর মঞ্জুশ্রী পাল।
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান, ‘দার্জিলিং বিধানসভায় ভারতীয় জনতা পার্টি ২০১৪তে, ২০১৯-এ ধারাবাহিকভাবে আমরা লোকসভা থেকে বিধানসভা অবধি আমরা একটা পথ অতিক্রম করেছি। এতে বিপুল সংখ্যক মানুষ আমাদের পাশে থেকেছেন। এইবারে পৌরসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টি আমাকে যে প্রার্থী করেছেন এই জন্য আমি পার্টির কাছে অত্যন্ত কৃতজ্ঞ’।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী