কলকাতার পর শিলিগুড়িতেও চোর ধরো জেল ভরো কর্মসূচি ডিওয়াইএফআইয়ের

সেপ্টেম্বর ০৩, ২০২২ দুপুর ১০:১৪ IST
63123e6c4bfc6_Screenshot_20220902-230100_WhatsApp

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - এসএসসি নিয়োগ দুর্নীতি ও গরু পাচার মামলা নিয়ে জেলায় জেলায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে একের পর এক বিরোধী দল।যার জেরে বুধবারও 'চোর ধরো জেল ভরো' কর্মসূচির ডাক দিয়েছিল গেরুয়া শিবির।এহেন পরিস্থিতিতে দুদিন পার হতে না হতেই ফের শুক্রবার শিলিগুড়িতে এই কর্মসূচি পালন করা হল ডিওয়াইএফআই'এর পক্ষ থেকে।উপস্থিত ছিলেন বাম যুব সংগঠনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বগণ।

এদিন 'চোর ধরো জেলে ভরো' কর্মসূচিতে সামিল আন্দোলনকারীদের দাবি, ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর থেকে বেকাররা চাকরি পাচ্ছে না।এমনকি তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারির পাশাপাশি শিলিগুড়ি পুরনিগম অভিযান যাওয়া বাম নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন প্রথমে শিলিগুড়ি মহানন্দা ব্রিজের নিচে জমায়েত হন বাম যুব সংগঠনের নেতা, কর্মী-সমর্থকরা। এরপর সেখান থেকে মিছিলের মাধ্যমে হিলকার্ড রোড ধরে মহকুমা শাসকের দফতরের সামনে যান তারা। সেখানে গেলে ওই এলাকায় পুলিশি নিরাপত্তা থাকায় মহকুমা শাসকের দফতরের সামনে বসে বিক্ষোভ দেখান বাম যুব সংগঠনের কর্মী-সমর্থকরা।পাশাপাশি এদিন ৫ জন প্রতিনিধি দলকে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করার অনুমতি দেওয়া হয়।

এপ্রসঙ্গে শচীন কাজী নামে এক আন্দোলনকারী জানান, 'আজকে বেকারদের চাকরির দাবিতে আমাদের এই কর্মসূচি।আমরা চাকরি চাকরি করে মিছিল করছি কিন্তু ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের দায়িত্বে আসার পর থেকে আর কেউ চাকরি পাচ্ছে না।যার ফলে বেকারত্ব বাড়ছে। কারণ চাকরি বিক্রি হচ্ছে।আর এই তৃণমূলের নেতা মন্ত্রীরাই সেই চাকরি কিনছে বিপুল টাকা দিয়ে।যার জন্য জেলে যাচ্ছে।আমরা চাই অবিলম্বে সেই চাকরি ফেরত দেওয়া হয়।এমনকি যাতে সেই সব চোরেদের গ্রেফতার করা হোক। তার উদ্দেশ্যেই আজকে আমাদের এই কর্মসূচি'।

ভিডিয়ো

Kitchen accessories online