নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আর্থিক সঙ্কট মোকাবিলা করতে গিয়ে বেসামাল পাকিস্তান। এর মধ্যেই পাকিস্তানের উপর আরও চাপ বাড়াল ভারত। সিন্ধু জল চুক্তি নিয়ে দীর্ঘদিনের সমস্যা ভারত-পাকিস্তানের মধ্যে। গত ২৫শে জানুয়ারি সিন্ধু জল চুক্তির পরিবর্তন করার জন্য পাকিস্তানকে নোটিশ দিয়েছে মোদি সরকার। আলোচনার জন্য ৯০ দিনের সময় দিয়েছে ভারত।
সূত্রের খবর, সিন্ধু জল চুক্তির পরিবর্তন নিয়ে পাকিস্তানকে আন্তঃসরকারি আলোচনার জন্য ৯০ দিনের সময় দিয়েছে ভারত। পাশাপাশি ওই নোটিশে উল্লেখ করা হয়েছে কিসেনগঙ্গা এবং রাতলে হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের সমস্যা সমাধানের বিষয়টি। এই নিয়ে গত ৫ বছর ধরে দুই দেশের মধ্যে জটিলতা রয়েছে। দীর্ঘ ৬২ বছর ধরে সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা অব্যাহত।
১৯৬০ সালের সেপ্টেম্বর মাসে সিন্ধু জল চুক্তি হয়েছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। ওই চুক্তিতে স্বাক্ষর করছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ আয়ুব খান। চুক্তিতে স্বাক্ষরকারী ছিল বিশ্বব্যাংক। সিন্ধু নদী সহ বেশ কিছু নদী হিমালয়ে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে পাকিস্তানে বয়ে গিয়েছে। ওই সব নদীর জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল।
চুক্তি অনুসারে সুজলেট, বিয়াস, রবির মতো পূর্ব দিকে বয়ে আসা নদীর জলে বাধাহীন ভাবে ব্যবহার করতে পারবে ভারত। কিন্তু পশ্চিমে বয়ে যাওয়া সিন্ধু, চেনাব, ঝিলামের মতো নদীর জলের অধিকাংশ পাবে পাকিস্তান। কিসেনগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ নিয়ে আপত্তি জানায় পাকিস্তান। এই নিয়ে ২০১৫ সাল থেকে দুই দেশের মধ্যে জটিলতা অব্যাহত। এই চুক্তি সংক্রান্ত জটিলতার সমাধানে আগ্রহ দেখায়নি পাকিস্তান।
এবার এই চুক্তি নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াল ভারত। সিন্ধু নদী পাকিস্তানের প্রধান নদী। এই নদীর উপর ভিত্তি করেই পাকিস্তানের চাষ থেকে শুরু করে সমস্ত রকমের কাজ হয়। আর এখন সিন্ধু জল চুক্তি নিয়েই পাকিস্তানকে কার্যত কোণঠাসা করে দিচ্ছে ভারত। এখন দেখার বিষয়, আর্থিক সমস্যা নিয়ে জর্জরিত পাকিস্তান কি আদৌ ভারতের সঙ্গে ৯০ দিনের মধ্যে আন্তঃসরকারি আলোচনায় বসবে?
এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা
অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী
ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা
শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি
কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর