নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের বড় পদক্ষেপ । অবশেষে নিজের পারিশ্রমিক কমাতে রাজি অক্ষয় । মায়ানগরী ছবির ব্যবসায়িক উন্নতির কথা মাথায় রেখে অভিনেতা তার মাথাপিছু পারিশ্রমিকের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কমানোর ঘোষণা করলেন । সেইসঙ্গে করোনা পরবর্তী সময়ে দর্শকদের অসুবিধার কথা মাথায় রেখে প্রযোজনা সংগঠন গুলোকেও ছবি তৈরির খরচ কমানোর উপদেশ দিলেন।
করোনা অতিমারির কারণে দেশ জুড়ে বহু মানুষ তাদের কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছিলেন । বেশিরভাগ মানুষই আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে জীবন চালাচ্ছিলেন । এমন পরিস্থিতিতে অনেক বড় বাজেটের সিনেমাও একের পর এক দর্শকদের কোমতির কারণে বক্স অফিসে ব্যর্থ হচ্ছিল । সেই পরিস্থিতিতে বহু প্রযোজনা সংগঠন তাদের সিনেমা গুলিতে প্রেক্ষাগৃহের পরিবর্তে ‘ঝুঁকিহীন’ ওটিটকেই বেছে নিয়েছিলেন।
কিন্তু সেই করুণ মহামারির সময়কালীনও বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের অবস্থানের কোনোরকম বদল ঘটেনি বরং বছরের পর বছর তড়তড়িয়ে তার ছবির সংখ্যা পাশাপাশি পারিশ্রমিকও বেড়েই চলছিল । কিন্তু এবার স্বয়ং অক্ষয়ই জনগণের সুবিধার্থে তার পারিশ্রমিক কমানোর প্রস্তাব রাখলেন সকলের সামনে।
বি টাউন সেলিব্রিটি অক্ষয় জানিয়েছেন , তিনি এই ব্যাপারটা ভালোই বুঝতে পারছেন যে সময়ে সাথে সাথে মানুষের রুচির পরিবর্তন হওয়াতে তারা আর একঘেয়ে আগের মতো সিনেমা দেখতে ইচ্ছুক নন, তারা নতুন কিছু দেখতে চাইছেন । সেইসঙ্গে তারা টিকিটের মূল্য বৃদ্ধির কারণে প্রেক্ষাগৃহে এসে সিনেমা দেখাতে আগ্রহী নন যেখানে তাঁরা এর থেকে অনেক কম খরচে বাড়ি বোধে সিনেমা উপভোগ করতে পারবেন । তিনি দর্শকদের এই পদক্ষেপের পিছনে তাদের নিজেদেরকেই দায়ী করেছেন এবং পুরোনো ধ্যানধারণা পরিত্যাগ করে তাদের নিজেদেরকে নতুন কিছু সৃষ্টি করা উচিত বলেছেন।
বলিউডের রাউডি রাথোর মায়ানগরী ছবির ব্যবসা প্রসঙ্গে জানিয়েছেন , ‘‘প্রযোজক থেকে শুরু করে পরিবেশকদের বুঝতে হবে, এখন দর্শকের হাতে খরচ করার মতো অর্থের পরিমান খুবই কম। প্রয়োজনে আমি আমার পারিশ্রমিক ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমাতে রাজি আছি।শুধু আমার পারিশ্রমিক নয়, ছবি তৈরির খরচকেও কমাতে হবে শুধু মাত্র দর্শকের স্বার্থে।’’
এই বছর অক্ষয়ের মোট পাঁচটি ছবি মুক্তি পেয়েছে যার মধ্যে ‘সূর্যবংশী’ ছাড়া বাকিগুলো তেমন একটা ব্যবসা করতে পারেনি , যার জন্যও নেট মাধ্যমে তাকে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিলো । কোনও কোনও দর্শক আবার তাকে বছর প্রতি ছবির সংখ্যা কমিয়ে উন্নত মানের সিনেমা করার পরামর্শও দিয়েছিলেন । কিন্তু সাম্প্রতিককালে দর্শকদের ও সিনেমার স্বার্থে অক্ষয়ের নিজের পারিশ্রমিক কমানোর পদক্ষেপে তার অনুরাগীরা তার বড় মনের প্রশংসায় পঞ্চমুখ ।
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন , ক্ষমা চাওয়ার পরেও কটাক্ষের মুখে উরফি
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললেন করণ
সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে , বুঝতে পেরেছি হুমমমমমমমম , দাবি ভক্তদের
আপনি খুব ভাল মানুষ , শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা দেখে হেসে কুটোপুটি খেলো নেটপাড়া
খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ছবিতে কার্তিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে সারা আলি খানকে
আজ গোটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে , দাবি কাজলের
দেবের জোড়া প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী
যদি সাজানো ঘটনাই হত, তা হলে কি সরকার জড়িয়ে পরতো , পাল্টা প্রশ্ন অভিনেত্রীর
সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়ে মাত্র ১৮ তেই র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে , উচ্ছাসিত বার্তা সৃজিতের
এই মামলা হয় বিচারপতি নিতিন জামদার এবং অভয় আহুজার ডিভিশন বেঞ্চে
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে নির্দেশ নাওয়াজ-আলিয়াকে