নিজস্ব প্রতিনিধি , হুগলী - সিঙ্গুর নিয়ে বুধবারই মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, সিঙ্গুর থেকে টাটাদের তিনি নন, তাড়িয়েছে সিপিএম।এরপরেই তোলপাড় রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যের পর থেকেই তাকে 'মিথ্যাবাদী' বলে একযোগে তোপ দেগেছে বাম, কংগ্রেস, বিজেপি নেতৃত্ব।এরপর বিরোধীদের সুরেই সুর মেলালেন জমি আন্দোলনের সময় সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।যদিও তা নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম।
মমতা বন্দ্যোপাধ্যায় টাটা-দাবি প্রসঙ্গে রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানিয়েছেন, 'একমাত্র সিপিআইএম-এর জন্যেই টাটা চলে গেছে, এই দাবিতে আমি সহমত পোষণ করিনা। সিঙ্গুর আন্দোলনকারী রূপে আমরা যারা নেতৃত্বে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য দল সহ সবাই মিলে যে ধর্না মঞ্চ করে যে বিক্ষোভ দেখানো হয়েছিল, মূলত সেই কারণেই টাটা চলে গিয়েছে।'
তিনি আরও জানিয়েছেন,'তত্কালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধির সামনে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি বাতিল করে পরবর্তীকালে পলিটব্যুরো যে শর্ত দিয়েছিল, সেই সম্পর্কিত কথাবার্তাটা তাদের কাছে পৌঁছায়নি। রতন টাটা চলে গেছেন মূলত ধর্না মঞ্চের আন্দোলনের প্রবল রূপের কারণেই। তিনি বলে গিয়েছিলেন, সিঙ্গুরে আর কারখানা করব না। গোপালকৃষ্ণ গান্ধীর সামনে হওয়া চুক্তিটিকে পলিটব্যুরো বাতিল করেছিলেন বলেই, সম্ভবত মুখ্যমন্ত্রী বলেছেন সিপিএম ন্যানো কারখানা হতে দেয়নি। কিন্তু আমি মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে সহমত নই। কারণ চুক্তির প্রস্তাব টাটার কাছে যায়নি। রতন টাটা দেখেছিলেন চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলি। আর সেই ঘটনাগুলো থেকেই নিরাপত্তার কারণে সম্ভবত তিনি এখান থেকে টাটা কারখানা সরিয়ে নিয়েছিলেন।'
মাষ্টারমশাইর এই মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন,'মাস্টারমশাইয়ের বয়স হয়েছে। কী বলছেন উনি নিজেই জানেন না। মাস্টারমশাই শ্রদ্ধেয় ব্যক্তি। এই বয়সটায় ওনার বিশ্রাম নেওয়া উচিত।'
তিনি আরও জানিয়েছেন,' আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও ভুল কথা বলেননি। তার কারণ, মুখ্যমন্ত্রীর আন্দোলন টাটার বিরুদ্ধে ছিল না। ছিল তত্কালীন সিপিআইএম তথা বামফ্রন্ট সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে।ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জোর করে পুলিশ দিয়ে সাধারণ মানুষের জমি সম্পত্তি ও জমির অধিকার কখনো কেড়ে নেওয়া যায় না।'
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত