শিশির মঞ্চে মঞ্চস্থ হলো এক সন্ধ্যায় দুটি ভিন্ন ধারার নাটক

অক্টোবর ১৭, ২০২৩ বিকাল ০৭:৫২ IST

অমৃতবাজার এক্সক্লুসিভ, ইন্দ্রজিৎ আইচ - 
গত ৯ই অক্টোবর শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।
অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিনিয়ত চলছে জাত - পাত, উচুঁ - নীচু, ধনী - দরিদ্র এর ক্রমাগত সংঘাত। তার বিরুদ্ধে " মানুষ মানুষের জন্য" কথাটি উঠে এসেছে জীবনের রূপকথা নাটকে। ক্ষয়িষ্ণু জমিদার মৃত্যুঞ্জয় ব্যানার্জীর  তিন পুত্র নিজেদের সুখ সুবিধার জন্য বাবাকে ছেড়ে শহরে বসবাস করে।কিন্তু তার মৃত্যুর পর তারা বাবার সম্পত্তির ভাগ নিতে চলে আসে।

সেক্ষেত্রে নিজেদের বিবাহ বিচ্ছিন্ন নিজের বোন মিষ্টিকেও বঞ্চিত করতে পিছপা হয় না।ওদিকে মিষ্টির স্নেহে লালিত নির্ঝর এই অবস্থার জন্য মিষ্টিকে নিয়ে যেতে চাই নিজের কাছে ব্যাঙ্গালোরে।এগিয়ে চলে নাটক। দলগত অভিনয় এ নাটকের মূল সম্পদ।নাট্যকার ও নির্দেশক গুঞ্জন প্রসাদ গাঙ্গুলির নির্দেশনায় নতুন্ত্বের  ছোঁয়া পাওয়া যায়।দেবাশিস চক্রবর্তীর আলো, নির্মল মৃধার মঞ্চ ও অনির্বাণ দত্তের আবহ  নাটক উপযোগী।
দ্বিতীয় নাটক দিনান্তে।
এখনো কিছু নবকুমার আছে যারা নিঃস্বার্থ ভাবে অপরের জন্য কাঠ কেটে চলে সারাজীবন।তাদের মূল্যবোধ, দায়িত্ববোধ এখনো হারিয়ে যায়নি। সেই দায়িত্ববোধ, মুলুল্যবধ জাগ্রত করার নুতন আঙ্গিকে পরিবেশিত এই নাটক। বিপত্নীক ,অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শিবপ্রসাদ বাবুর একমাত্র ইচ্ছা পরিবারের সকলের সামনে মৃত্যুবরন করার জন্য মৃত্যুর দিন খুঁজে চলা।অবশেষে মৃত্যুদিন জানার পর ওই দিন পুত্ররা আসতে পারবে না জেনে তিনি এক কান্ড করে বসেন। নাটক এই টানাপোরেনে চলতে থাকে। অভিনয়ের ক্ষেত্রে সবাই নাটক উপযোগী। নাট্যকার, পরিচালক ও অভিনেতা তিন ক্ষেত্রেই গুঞ্জন গাঙ্গুলি যথাযথ। সঞ্জয় চট্টোপাধ্যায়ের আবহ, নির্মল মৃধার মঞ্চ ও দেবাশিস চক্রবর্তীর আলো নাটককে দর্শকদের কাছে আরো উপভোগ্য করেছে।

 

ভিডিয়ো

Kitchen accessories online