নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - স্কুলের নিত্য নতুন নানা ঘটনার কথা আমরা শুনেই থাকি। গতকালই একজন স্কুল শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে বেধড়ক মারার অভিযোগ উঠে। এবার এমনি এক চাঞ্চল্য ঘটনা সামনে এলো। ঘটনাটি ঘটেছে আলিপুরদয়ারের লেবুবাগান প্রাথমিক বিদ্যালয়ে। শিশুদের সঙ্গে শিক্ষিকার খারাপ আচরণের অভিযোগ তুলছে অভিভাবক অভিভাবিকারা।
আলিপুরদয়ারের লেবুবাগান প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকা অনামিকা সরকার প্রত্যহ স্কুলের মিড ডে মিলের রাধুনী থেকে শুরু করে ছোটো ছোট বাচ্চাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এমনকি স্কুলে এসে পড়ুয়াদের সঙ্গে নতুন নতুন খারাপ আচরণের ফন্দি আটেন। শিশু মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে এমন আচরনের জন্য।
এমনকি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানায় সেই শিক্ষিকা। আগে অভিভাবকদের প্রায় সকলেই অভিযোগ জানিয়েছেন তার বিরুদ্ধে। তাও তার এমন ব্যবহার চলতেই থাকে। এরপরই বুধবার অভিভাবক অভিভাবিকারা এবং স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকারা সকলে মিলে স্কুলে তালা আটকে স্কুল শিক্ষিকার বদলির দাবিতে বিক্ষপ জানায়।
এক অভিভাবিকা জানায়," শুধু আজ বলে না জুন মাস থেকে এমন ঘটনা চলছে। ম্যাডামের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম অনেকবার কিন্তু তিনি আলোচনায় আসতে চাননি। পরীক্ষার খাতা দেখা নিয়েও অনেকবার তিনি ভুল করেছিলেন। সেইগুলো বলাতে তিনি নাকি নিজেকে অপমানিত বোধ করছেন"।
এমন ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক অরূপ বরন দত্ত বলেন," ওই শিক্ষিকার জন্য স্কুলের সম্মান নষ্ট হয়েছে। অন্য সহ স্কুল শিক্ষিকের বিরুদ্ধে তিনি শ্লীলতাহানির অভিযোগ জানায় আলিপুরদুয়ার থানায়। এমনকি স্কুলের মিড ডে মিলের রাধুনীদের সঙ্গেও রান্না নিয়ে নানা বাজে ব্যবহার করেন"।
এই ঘটনার পর অনামিকা সরকার জানিয়েছেন,"আমার সমন্ধে এমন খবর ভুল। যেখানে সম্মান নেই সেই স্কুলে আমি আর আসবেনা। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকেরা সকলে এমনটাই চান। যে শিক্ষক আমাকে জোর করে বদলি করাছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব"।
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার ও কার্ড সোয়াইপিং মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে