সিটি করপোরেশন নির্বাচনে ৫ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মে ২৫, ২০২৩ রাত ০৮:১৮ IST
646f4e2281e21_Screenshot_2023-05-25-17-31-13-67_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

নিজস্ব প্রতিনিধি, ঢাকা - বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছায়ের মেয়র পদে পাঁচ স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেও মেয়র পদে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে চারজন দলীয় প্রতীকে এবং বাকি আটজন স্বতন্ত্র প্রার্থীর পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

সূত্রের খবর, আজ সকাল নগরের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিডেটের মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাছাইয়ের ঘোষণা করেন। তখন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির, মেয়র পদে জমা দেওয়া পাঁচজনের মনোনয়নপত্র বাতিল এবং ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আগামী তিন দিনের মধ্যে আবেদন করার সুযোগ পাবে। মনোনয়নপত্র বাছাইকালে মেয়র ও কাউন্সিলর পদের একাধিক প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। প্রসঙ্গত আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের ভোট শুরু এবং ২৩ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।

ভিডিয়ো

Kitchen accessories online