জগৎবল্লপুরে ইঞ্জিন ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ , মৃত ১ , আহত ৫

সেপ্টেম্বর ২৬, ২০২৩ দুপুর ১০:৩৯ IST
6512648a7c7f3_InShot_20230926_102407807

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - পুজোর মুখে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ১। এদিন সকালে এই ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লপুরের আমত রোডে। এই ঘটনায় আহত হয়েছে ৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সকালে একটি ইঞ্চিন ভ্যান পুজোর প্যান্ডেল তৈরির কাজে ডোমজুড়ের দিকে যাচ্ছিলো। আর উল্টো পথ অর্থাৎ আমতার দিকে একটি দশ চাকার লরি আসছিল। তারপরই হটাৎ লরিটি সজোরে ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারে। লরির ধাক্কা মারার ইঞ্জিন ভ্যানটি রাস্তার পাশে খালে পড়ে যায়। তারপরই স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে। এই ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চালক। সেসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় স্থানীয় এক বাসিন্দার।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আমতা থানার পুলিশ। ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ৫ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা শোচনীয়। ৩ জনকে কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ২ জন ডোমজুড় হাসপাতাল এবং জগৎবল্লপুর হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে লরিটিকে পাওয়া গেলেও ঘাতক চালককে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্তর খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিডিয়ো

Kitchen accessories online