নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর অভিযোগ তুলে শুক্রবার ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তার প্রভাব সকাল থেকেই লক্ষ্য করা গেল একাধিক জেলায়। ঠিক একই দৃশ্য দেখা গেল জেলা আলিপুরদুয়ারে। সকাল থেকেই বনধ সমর্থনে বিজেপি নেতৃত্বরা পথে নেমে টায়ার জ্বালিয়ে বনধ প্রদর্শন করলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ সকাল সাড়ে নটা নাগাদ আলিপুরদুয়ারের চৌপথি মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে বনধ প্রদর্শন করেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এছাড়াও আলিপুরদুয়ার সরকারি বাস ডিপো এলাকাতেও টায়ার জ্বালিয়েছেন তারা। যার ফলে আজ সকাল থেকে এনবিএসটিসির কোন বাস গন্তব্যস্থলে যাত্রা করতে পারেনি। পাশাপাশি বাজার চত্বর এলাকায়ও সমগ্র দোকানপাট এদিন বন্ধ করে রেখেছেন সাধারণ মানুষেরা। যার ফলে বিজেপির ডাকা এই ধর্মঘটে সাধারণ মানুষের সাড়া দেওয়ার দৃশ্য দেখা গেছে আলিপুরদুয়ারে।
উল্লেখ্য ,কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁয় বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যু হয়েছে। বিজেপির অভিযোগ, মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতেই। এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই সরব রাজ্য বিজেপি নেতৃত্ব। জায়গায় জায়গায় রাস্তা ঘিরে সেই ঘটনার প্রতিবাদও করতে দেখা গিয়েছিল বিজেপির নেতাকর্মীদের। এর পর বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গে বনধের ডাক দেয় বিজেপি।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর