নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দিন দুপুরে ভরা বাজারে আগুন। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন,কালো ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র বাজার চত্বর। ঘটনাটি ঘটেছে শক্তিগড় থানার বড়শুলে টেলিফোন এক্সচেঞ্জে । আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল। ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন, প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।টেলিফোন এক্সচেঞ্জে তারের স্তূপ কার্যত ভস্মীভূত হয়েছে। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ দুপুর ৩ টে নাগাদ এই আগুন লাগে।প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়েরা।এদিকে এই খবর পাওয়ার পরই দ্রুত সেখানে ছুটে যায় দমকল ও শক্তিগড় থানার পুলিশ। এরপর যুদ্ধকালীন তৎপরতায় প্রায় মিনিট ৪০ মিনিটের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে টেলিফোন এক্সচেঞ্জের যাবতীয় কেবলের পাশাপাশি পাশের মোবাইল টাওয়ারেও আগুন লেগেছিল। যার জেরে শক্তিগড় এলাকায় ল্যান্ড ফোন ও মোবাইল ফোন পরিষবা ব্যাহত হওয়ার আশঙ্কার রয়েছে।
তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান বিএসএনএল কর্তৃপক্ষ। তবে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ,টেলিফোন এক্সচেঞ্জের যাবতীয় কেবলের কোনো সরঞ্জাম থেকেই শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল সমগ্র এলাকায়।