নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং – গত ২২ শে আগস্ট শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় এক স্কুল ছাত্রী খুন হয় ।সেই ঘটনা ঘিরে উত্তাল এলাকা। শনিবার এই মৃত্যুর প্রতিবাদে ১২ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং পাহাড় বনধের ডাক দিয়েছে গোর্খা শিব সেনা নামে একটি নতুন রাজনৈতিক দল। এই ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের মোড় গুলোত রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। এখন দেখার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বনধের কতটা প্রভাব পড়ে পাহাড়ে।
সূত্রের খবর , মাটিগাড়ায় একাদশ শ্রেণীর স্কুল ছাত্রীকে খুনের ঘটনার প্রতিবাদে আজ শনিবার ১২ ঘন্টা দার্জিলিং ও কালিম্পং পাহাড় বনধের ডাক দিয়েছে গোর্খা শিব সেনা নামে একটি নতুন রাজনৈতিক দল। এই বনধকে সমর্থন করেছে হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা সহ সিপিআরএম। অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা এই বনধের সমর্থনে না থাকলেও ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে পাহাড়ে টানা বৃষ্টিতে নাজেহাল জন জীবন। তবে সকালের দিকে বনধের মিশ্র প্রভাব পড়েছে। দোকানপাট রয়েছে বন্ধ। হাতে গোটা কয়েকটি গাড়ি চালাচল করলেও তুলনায় অনেক কম। এদিন সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত বনধের ডাক দেওয়া হয়েছে। স্কুল ও জরুরী পরিষেবা বনধের আওতার বাইরে রাখা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে জায়গায় জায়গায় মোতায়েন রয়েছে পুলিশবাহিনী।
প্রসঙ্গত , সোমবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে স্কুল ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মেয়েটির পরনে ছিল স্কুলের পোশাক। ওই কিশোরীকে ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ওইদিনই গভীর রাতে শিলিগুড়ি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম অভিযুক্ত মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে।
২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে এখনও পর্যন্ত ২৬ বার ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই ,সিঙ্গাপুর সহ বিদেশের একাধিক জায়গায় গিয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ , দাবি শুভেন্দুর
চীনের অনুমতি না পাওয়ায় এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি অরুণাচলের তিন উসু প্লেয়ার
প্রেম-প্রলয়-প্রতিশোধের গল্পে এবার প্রবীর রায়চৌধুরি আর খোকাকে জুটি হিসেবে দেখা যাবে
এরপর কোন দালালকে দেখা গেলে শুধু পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাদের হাতে দেবেন , রোগীদের কাছে বার্তা মদনের
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন স্টিভ স্মিথ
আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডায় বসবাসকারী খালিস্তানি সমর্থকদের ওসিআই কার্ড বা বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের
পুলিশের থেকে কোনো সাহায্য না পেয়ে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা এলাকাবাসীর
উদয়পুরের লীলা প্যালেসে বসবে তাদের বিবাহ বাসর
খেলা মেলা করে কোটি কোটি টাকা অপাত্রে দান করে যাচ্ছে উনি , কিন্তু রাজ্যের বেহাল দশা নিয়ে তার কোনো হুঁশ নেই , তোপ নওশাদের
এর জেরে উদ্বেগ প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক
একাধিক যাত্রীদের মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠ
কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান জল , নাজেহাল জেলাবাসী
বৈঠকে বাধ্যতামূলক ভাবে সকল উপাচার্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ
বিদেশ সফরের অভিজ্ঞতা জানতে ছেড়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে রেল পুলিশ