নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - নিয়োগ দুর্নীতি নিয়ে বেশ কিছু মাস ধরে রাজ্যে গরম হয়ে রয়েছে। একের পর এক নেতার নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। এরই মাঝে এক অবাক করা ঘটনা সামনে এসেছে। বাচ্চাদের পড়াশোনার জন্য গ্রামে নেই কোনো স্কুল! সেই নিয়ে রাস্তায় বিক্ষোভ এলাকার বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের হাসিপুকুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
সূত্রের খবর , বাঁকুড়ার হাসিপুকুর গ্রামে বসবাস করেন প্রায় ৪০০টি পরিবার। কিন্তু এই গ্রামে নেই কোনো স্কুল। রাজ্য সড়ক ধরে প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হয় পড়ুয়াদের। রাজ্য সড়ক ধরে স্কুল যাওয়ায় সময় প্রায়শই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ অভিভাবকদের। আর আগে বহুবার প্রশাসনের কাছে গ্রামে স্কুল তৈরির দাবি জানিয়েছিলেন তারা। তাতে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই এদিন স্কুলের দাবিতে পাত্রসায়ের বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অভিভাবক সহ পড়ুয়ারা। যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে হুঁশিয়ারি।
এক পড়ুয়া কৃসানজিৎ সিং জানিয়েছেন," গ্রামে কোনো স্কুল নেই। ছোটদের জন্যও না। আমরা ২ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাই। আমরা চাই আমাদের এবং আমাদের ছোটো ছোটো ভাই বোনেদের জন্য স্কুল করে দেওয়া হোক"।
এক অভিভাবক মৌসুমী রায় জানিয়েছেন, "গ্রামে আমরা অনেক পরিবার বসবাস করি। কিন্তু একটাও স্কুল নেই। বাচ্চা গুলি রোদের মধ্যে এতটা পথ হেঁটে স্কুলে যায়। রাজ্য সড়ক ধরে স্কুলে যাতায়াত করে। ভয় হয় যদি কোনো দুর্ঘটনা ঘটে। বারবার প্রশাসনকে জানানো হয় গ্রামে একটি স্কুল করার জন্য। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। এরপরও যদি তারা কোনো পদক্ষেপ না নেয় তাহলে আন্দোলন আরও জোরদার হবে"।