মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ে সাধ কান্ডে রিপোর্ট তলব স্কুল শিক্ষা দফতরের

এপ্রিল ২৫, ২০২২ দুপুর ০১:৫৮ IST
626656416da2c_IMG-20220425-WA0020

নিজস্ব প্রতিনিধি, হুগলী - গত পরশুদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পর্ষদের সব নিয়মকানুন কে বুড়ো আঙুল দেখিয়ে স্কুলে পালিত হয়েছিল সাধের অনুষ্ঠান। এই কান্ডকে ঘিরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয় মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ে। এই সাধের অনুষ্ঠানকে ঘিরে স্কুলের মধ্যেই চলে উলুধ্বনি, শঙ্খধ্বনি। এই ঘটনায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটেছে বলে দাবি করেছিল উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। 

এরপরে সাধের অনুষ্ঠানকে ঘিরে শিক্ষিকাদের মধ্যে তৈরি হয় দুটো দল। তার মধ্যে একদলের দাবি তাদেরকেই সাধে নিমন্ত্রণ করা হয়নি। এই নিয়ে দুটো দলের মধ্যে তুমুল অশান্তি সৃষ্টি হয়। আর এই অশান্তি মাঝে পরে অসুস্থ হয়ে যান স্কুলের প্রধান শিক্ষিকা। যদিও স্কুলের মধ্যে এরকম একটি ঘটনা ঘটায় তীব্র নিন্দা জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। এছাড়া এরকম একটি ঐতিহ্যবাহী স্কুলকে কলঙ্কিত করার জন্য শিক্ষিকাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছিলেন তারা।

সেই কথা মতোই এই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন স্কুল কর্তৃপক্ষ। এবার জেলা স্কুল পরিদর্শকের কাছে এই ঘটনার রিপোর্ট চেয়েছেন স্কুলশিক্ষা দফতর।এমনকি পরীক্ষা চলাকালীন কিভাবে স্কুলে অনুষ্ঠান হল তার কৈফিয়ত চেয়েছেন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। শিক্ষা দফতর জানিয়েছেন ঘটনা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে কড়া শাস্তি হতে পারে মাহেশ পরমেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের।

ভিডিয়ো

Kitchen accessories online