নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - ছোট ছোট শিশুরা স্কুল থেকেই শিক্ষালাভ শুরু করে। সেখানেই যদি ছাত্রীদের সঙ্গে অপমানজনক কাজ করা হয়, তাহলে এর থেকে লজ্জার কিছু হয় না। তার মধ্যে সেই লজ্জাজনক কাজ যদি করে কোনো প্রধান শিক্ষক তাহলে তো কিছু বলারই থাকে না। স্কুলের পোশাক বিধি মানানোর অজুহাতে ছাত্রীর লেগিংস ও অন্তর্বাস খুলিয়ে নেওয়ার অভিযোগ উঠলো আসানসোলের একটি স্কুলের বিরুদ্ধে। তবে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করলেও অবিভাবকরা প্রধান শিক্ষকের বদলির দাবি তুলেছে।
রাবনির পুঁচরা ভগবান মহাবীর দিগম্বর জৈন সরাক উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে লজ্জাজনক অভিযোগ এই অভিযোগ উঠেছে। স্কুলের নিয়ম-শৃঙ্খলা ঠিক রাখতে ছাত্রীর পোশাকের নিচে রঙিন লেগিংস ও অন্তর্বাস খুলিয়ে নেওয়ার অভিযোগ উঠলো স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায়ের বিরুদ্ধে।
সেই নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখায় অবিভাবকরা। তবে স্কুলের পক্ষ থেকে লেগিংস খুলে ফেলার নির্দেশ মেনে নিলেও কার্যত অস্বীকার করে উড়িয়ে দিয়েছে অন্তর্বাস খোলার অভিযোগ। যার ফলে স্কুল চত্বরে ধুন্ধুমার কান্ড বাঁধে। পরিস্থিতি সামাল দিতে বারাবনি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
অবিভাবকদের অভিযোগ, কয়েকদিন ধরেই স্কুলের ছাত্রীদের নির্দেশনামা দেওয়া হয়েছে। তাই স্কুলের ছাত্রীদের বাথরুমে গিয়ে রঙিন লেগিংস ও অন্তর্বাস খুলে ফেলার জন্য বলা হয় স্কুলের পক্ষ থেকে। সেই খবর অবিভাবকরা বুধবার জানতে পারে। তারপরই সমস্ত অবিভাবকরা মিলে স্কুলের সামনে এই বিষয়ে অভিযোগ করে বিক্ষোভ দেখিয়ে প্রধান শিক্ষকের বদলির দাবি করে। এরমধ্যে ছাত্রীরা কেঁদে ফেলায় উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। তবে পুলিশ এই ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় অবিভাবকরা।
এপ্রসঙ্গে স্কুলের শিক্ষিকা গৌরী চৌধুরী জানিয়েছেন, 'সরকারি নিয়মে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য শুধু সাদা জামা ও নীল স্কার্ট স্কুলের পোশাক হিসেবে পরে আসতে পারবে। এমনকি শুধু শীতকালে লেগিংস পরে আসতে পারবে। তবে গরম পরে যাওয়ায় লেগিংস পরে আসতে বারণ করা হয়েছে। তবে অবিভাবকদের অন্তর্বাস খোলানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই অভিযোগের মধ্যে দিয়ে অবিভাবকরা শিক্ষিকা ও নারী জাতিকে অপমান করছে'।
এপ্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ উপাধ্যায় জানিয়েছেন, 'স্কুলে শৃঙ্খলা পাঠ করা কি অন্যায়? শুধু স্কুলের পোশাক বিধি পরে আসতে বলা হয়েছে ছাত্রীদের। তবে অবিভাবকরা অপব্যাখ্যা করে শিক্ষকদের একাংশকে অপমান করছে। স্কুলের ছাত্রীরা আমার নিজের কন্যা সন্তানের মতো'।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী