নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - স্কুলের মিটার বক্সে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পরলো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ইলাদেবি গার্লস হাই স্কুলে। অল্পের জন্য আগুনের হাত থেকে রক্ষা পেলো গোটা স্কুল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় তুফানগঞ্জ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন।
স্কুল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রথম ক্লাস শেষের পর স্কুলের শিক্ষিকারা একটা পোড়া পোড়া গন্ধ অনুভব করেন। এর পর লক্ষ্য করে দেখেন যে স্কুলের মূল মিটার বক্সে আগুন জ্বলছে। আর তার সঙ্গে বের হচ্ছে পোড়া গন্ধ। এরপর সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। তারপর সতর্কতার সঙ্গে স্কুল থেকে ছাত্রীদের বের করে স্কুলের বাইরে নিয়ে আসা হয়।
মুহূর্তেই স্কুল চত্তরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ভয় পেয়ে যায় ছাত্রীরা। তৎক্ষণাৎ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তারপর বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দমকল সূত্রে জানা যায় যে সর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।
উল্লেখ্য, তুফানগঞ্জ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে ইলাদেবী গার্লস হাই স্কুল ও প্রাইমারি স্কুল দুটি পাশাপাশি অবস্থিত। দুই স্কুলের মাঝেই এই মূল মিটার বক্স। সেখানেই এদিন আগুণ লাগে। তবে আগুন ছড়িয়ে পরলে বড় ধরনের বিপদ হত বলে অনেকেই আশঙ্কা বোধ করছেন।
এই ঘটনায় একজন শিক্ষিকা জানিয়েছেন,' ক্লাস শেষ হওয়ার পর একটা পোড়া পোড়া গন্ধ অনুভব করি। তখন দেখতে পাই আমাদের মূল স্কুলের মিটার বক্সে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। আর সমস্ত স্কুলের ছাত্রীদের সাবধানে স্কুলের বাইরে নিয়ে আসা হয়। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন'।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের
ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাকে ছেড়ে দেওয়ার আর্জি রোনাল্ডোর
এই নিয়ে তাই জু-র কাছে ১৬ বার হারলেন সিন্ধু
২০০৭ এবং ২০১১ বিশ্বকাপ দলের সক্রিয় সদস্য ছিলেন হরভজন
মোবাইলের দোকানে চুরির ফলে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা
প্রথম ইনিংস লিডেই জয়ী হল ভবানীপুর