নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – গত মাসের ৯ তারিখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়। তার পর থেকে রাজ্যে দফায় দফায় শুরু হয়েছে অসন্তোষ। সামনে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের গাফিলতির দৃশ্য। এবার স্কুলের সামনের পুকুরে ডুবে মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণির ছাত্রের। গোটা ঘটনায় তুমুল উত্তজনা এলাকায়। স্কুল ছাত্রের মৃতদেহ স্কুলের ভিতরে রেখে শিক্ষকদের মারধরের অভিযোগ। অভিযোগ উঠেছে মৃত ছাত্রের অভিভাবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে।
সূত্রের খবর , পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার খাঞ্জাপুর ইউনিয়ন হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌভিক বেরা। বুধবার ছুটির পর স্কুল থেকে একটি ফুটবল খেলার ম্যাচ আয়োজন করা হয়েছিল। আর সেই ফুটবল খেলার শেষে পড়ুয়ারা সামনেরই একটি পুকুরে নামে স্নানের জন্য। জলে নামে সৌভিকও।এরপর জলে ডুবে যায় সৌভিক।
বিকেল প্রায় সাড়ে পাঁচটার পর সৌভিক বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। স্কুলের সামনে এসে সৌভিকের পরিবারের লোকজন দেখেন শিক্ষকরা সকলেই বাড়ি চলে গিয়েছেন। শুধু স্কুলের গেটের বাইরে পড়ে রয়েছে সৌভিকের বইয়ের ব্যাগ।এরপর দ্রুত এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। পরে স্কুল সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনায় ঘিরে সৃষ্টি হয় চরম উত্তেজনা।ছাত্র মৃত্যুর ঘটনা শুনে স্কুলে পৌঁছান ভারপ্রাপ্ত শিক্ষক সহ আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকা।তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। স্থানীয়দের ক্ষোভে স্কুলের মধ্যে তালাবন্দি হয়ে পড়েন শিক্ষকরা। বিক্ষোভ চলে বহুক্ষণ। পরে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠে আসে নানান অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর রাত প্রায় সাড়ে ১০ টা নাগাত তালাবন্দি শিক্ষকদের মুক্ত করে পুলিশ গাড়িতে করে বাড়ি পৌঁছে দেয়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে