নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুযার - আকাশে এখন উড়ে বেরাতে দেখায় যায়না শকুন। দিন দিন হ্রাস পাচ্ছে শকুনের সংখ্যা। শকুন প্রজাতি একপ্রকার সঙ্কটাপন্ন। শকুনের সংখ্যা বৃদ্ধিতে উদ্যোগ নিচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্প। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আলিপুরদুয়ার বন দফতর গ্রহণ করতে চলেছে কৃত্রিম প্রজনন পদ্ধতি প্রকল্প।
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন জানান," মোট ১৫৪ টি পাখি প্রজাতি সংরক্ষণ করা আছে। তার মধ্যে ৩০ টি শকুন আমরা ছেড়েছি এবং সেগুলি সবই রেডিওকনস্পিটাল লাগানো আছে যার দ্বারা আমরা তাদের পর্যবেক্ষণ করতে পারি। এরপর আমরা কৃত্রিম প্রজননের কথা ভাবছি। কৃত্রিম প্রজননে প্রচুর জিনিসপত্র লাগে সেগুলো সব জোগাড় হয়ে গেলে আমরা এই প্রকল্পটি শুরু করবো।"
একদিকে আলিপুরদুয়ারের এক পরিবেশপ্রেমি ল্যারি বোস জানান, "ছোটবেলায় আমরা প্রচুর শকুন দেখতাম। কিন্তু এখন আর শকুন দেখায় যায়না। শকুন মৃত প্রাণীদের পচা মাংস খেয়ে আমাদের পরিবেশকে সুস্থ রাখে। তাই বনদফতর যে উদ্যোগটা নিয়েছে খুব ভালো করেছে।"
প্রসঙ্গত , শকুন মৃত প্রাণীদের পচা মাংস খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাই পরিবেশ বাঁচাতে আলিপুরদুয়ার রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে কৃত্রিমভাবে শকুন প্রজনের উদ্যোগ নিতে চলেছেন বন দফতর। এর আগে রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে ছাড়া হয়েছে ৩০ টি শকুন। তবে তা কৃত্রিমভাবে নয়। নতুন এই কৃত্রিম প্রজন্মের নাম জানা যাচ্ছে আর্টিফিশিয়াল ইনকিউবেশন। মেশিনের মাধ্যমে ডিম থেকে বাচ্চা বের হবে।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর