নিজস্ব প্রতিনিধি , মালদহ - বিজেপি তৃণমূলের বচসায় উত্তপ্ত হয়ে উঠল মালদহের হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত পিপলা গ্রাম। বিগত কয়েকদিন আগে এলাকার এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার এলাকার বিজেপি যুব মোর্চার সভাপতি বাড়ি ভাঙচুর সহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যার ছেলে বিরুদ্ধে। কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় দু'পক্ষের মধ্যে নতুনভাবে শুরু হয়েছে চাপা উত্তেজনা।
ঘটনার প্রসঙ্গে বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়াল বলেন, 'শুধুমাত্র হরিশচন্দ্রপুর নয় , গোটা পশ্চিমবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি আলগা হয়ে যাওয়ার জন্য বিরোধীদলের উপর চড়াও হচ্ছে। বিশেষ করে হরিশ্চন্দ্রপুরের যে অঞ্চলটিতে ঘটনাটি ঘটেছে সেখানে তৃণমূলের অস্তিত্ব খুবই কম। তাই শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ দিয়ে বিজেপির যুবমোর্চা সভাপতির বাড়ি ভাঙচুর করে তাকে রাস্তায় বসিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা। আগামী পঞ্চায়েত নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয়ের পরিণতি এগুলো। তবে যাদের উপর হামলা করা হলো উপরন্ত তাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে পুলিশ। তাই পুলিশের কাছে আবেদন যাতে নিরপেক্ষভাবে বিচার করা হয়'।
অন্যদিকে তৃণমূল জেলা মুখপাত্র শুভময় বসু বলেন, 'বিজেপির যুবমোর্চার সভাপতির বিরুদ্ধে এলাকার একজন মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে। সেই কারণেই এলাকার বাসিন্দারা ওনার বাড়িতে আক্রমণ করেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগসূত্র নেই। কিন্তু অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া উচিত হয়নি স্থানীয়দের। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে হরিশচন্দ্রপুর মন্ডলের এক নম্বর এলাকার বিজেপির যুব মোর্চার সভাপতি মনোজ দাসের ভাই গ্রামের এক মহিলাকে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তোলে স্থানীয়রা। সেই ঘটনার পরেই গতকাল রাতে অভিযুক্তের বাড়িতে হানা দিয়ে তাদের বাড়ি ভাঙচুর সহ পুড়িয়ে দেয় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সদস্য সুখো দাসের ছেলে সুজন দাস। এই ঘটনার সঙ্গে স্থানীয় তৃণমূল কর্মীদের মদত রয়েছে বলে অভিযোগ বিজেপি কর্মীদের। গতকাল রাতে ধুন্ধুমার পরিস্থিতির জেরে বর্তমানে উত্তপ্ত রয়েছে হরিশচন্দ্রপুর পিপলা গ্রাম।
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের