নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নেটিজেনদের সমালোচনার প্রতিবাদে সোচ্চার হলেন মিমি । নিন্দুকদের আক্রমণের কড়া জবাব দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রীতি এক সাক্ষাৎকারে টলিউডের খ্যাতনামা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর বিস্ফোরক মন্তব্যে উত্তাল গণমাধ্যম।
বাংলা চলচ্চিত্রের এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় মিমির নাম শীর্ষে বিরাজ করছে। তার অনবদ্য অভিনয় সকলের মন জয় করেছে । শুধু তাইই নয় প্রত্যেকে বছরে অন্যান্যদের তুলনায় বেশি সংখ্যক সিনেমা করতেও তাকে দেখা যেতো। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি সমান দক্ষতাই পরিচয় রেখেছেন। কিন্তু বর্তমানে এই অভিনেত্রীকে সেইভাবে বড় পর্দায় দেখা না যাওয়ার কারণে দর্শক মহলে নানান জল্পনা কল্পনার সঞ্চার হয়েছিলো।
এতকাল যাবৎ গণমাধ্যমে অভিনেত্রী বিরুদ্ধে তৈরি হওয়া সমস্ত জল্পনা অবসান ঘটলেন স্বয়ং মিমিই। দর্শকদের তীব্র সমালোচনার প্রতিবাদে মুখ খুলতে বাধ্য হলেন। সম্প্রীতি মিমি তার এক সাক্ষাৎকারে সকলের সমস্ত জিজ্ঞাস্যর উত্তরে জানিয়েছেন , তিনি বর্তমানে যেকোনো ধরনের সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক নন। তিনি মূলত গল্পের গভীরতা ও সেই সিনেমাতে তার চরিত্রের গুরুত্বানুযায়ী কোনো সিনেমাতে অভিনয় করার জন্য বাছাই করে থাকেন।
এইসব ছাড়াও অভিনেত্রী আরও জানিয়েছেন , তার বেছে কাজ করার পিছনে অন্য একটি কারণও রয়েছে। সেটি হল তার পারিশ্রমিক। তার মতে পারিশ্রমিকের অঙ্ক যেকোনো সিনেমাতে অভিনয় করার ক্ষেত্রে তার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ তার বিপরীতে কে বা কারা রয়েছে এই বিষয়টি তাঁর কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতট তার পারিশ্রমিককে তিনি প্রাধান্য দেন।
কারণ যতো বড়ই তারকাদের তার সঙ্গে কাজ করুক না কেনো আবার যতো ভালোই হলো হোক না কেনো তাকে কেউ এই আগের মত পাঁচ লাখ টাকা দিয়ে সিনেমা করাতে পারবে না। তাকে তার বর্তমান মান অনুযায়ী তার পরিশ্রমের প্রাপ্ত পারিশ্রমিক টুকু না দিলে তিনি কাজ করেন না তা তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন।
মিমি নিজের ক্যারিয়ার এবং সমসাময়িক অনেক বিষয়ে চর্চা সম্পর্কে জানিয়েছেন , তিনি বর্তমানে বাড়িতেই তার বেশিরভাগ অবসর সময়টুকু অতিবাহিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন । সেইসঙ্গে তিনি জানিয়েছেন তিনি বরাবরই তার পরিবারকে কাজের থেকে অনেক বেশি প্রাধান্য দিয়ে এসেছেন। তাই তিনি বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন। শুধুমাত্র কাজ অথবা ঘুরতে যাওয়া ছাড়া তিনি তেমন একটা বাড়িতে বাইরে বের হননা বলে জানিয়েছেন।'
মিমি নেটিজেনদের আক্রমণেরও কড়া জবাব দিয়ে নিন্দুকদের উদ্দেশ্যে তির্যক ভঙ্গিমাতে জানিয়েছেন , তার সমালোচনাতে কোনরূপ যায় আসে না কারণ তারা তার সংসার চালিয়ে দিয়ে যায়না। ঠিক সেই কারণেই তিনি নিন্দুকদের মন্তব্যে খুব একটা কর্ণপাত করেন না বলেই সাফ জানিয়ে দিয়েছেন।
নির্মাতাদের এমন দৃশ্য কখনই সিনেমায় রাখা উচিত নয় , যা মানুষের ভাবাবেগে আঘাত করে, দাবী আদিত্যনাথের
৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৪ দিন ধরে চললো নাট্য উৎসব
দুর্ঘটনার মুখে অভিনেত্রী ঊর্বশী ঢোলাকিয়া
পরকীয়ায় জড়িয়ে ডিভোর্সের হুমকি দিচ্ছে আদিল , দাবি রাখির
Together, We Can Cure Cancer , মিশনকে সামনে রেখে ক্যান্সারের বিরুদ্ধে চলছে লড়াই
করোনার পর আবার দর্শকদের হলমুখী দেখে উচ্ছাসিত আয়োজকরা
এই প্রথম হাজার কোটির মাইলফলক স্পর্শ করবে কোনো বলিউড সিনেমা
মৃত্যুকালীন সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল ৭৭
ডাবিংয়ের জন্য ছবিটা দেখছিলাম, চোখে জল এসে যাচ্ছিল , দাবি ঋতাভরীর
কী মিষ্টি দেখতে এই জুটিকে , সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা কঙ্গনার
বিয়ের আগে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে ক্যামেরাবন্দি অভিনেত্রী কিয়ারা
সানি লিওনের সভাস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই বিস্ফোরণ
আমি জানতাম আমার ছবিতে আপত্তিকর কিছুই নেই , দাবি পরিচালকের
জাঁকজমকপূর্ণ ভাবে অনশা-শাহিনের বিয়ের অনুষ্ঠান সুসম্পন্ন হয়
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করার জন্য কোন কোন যোগাসন করবেন