সম্প্রীতির মেল বন্ধন, ফাহাদকে নিয়ে মেয়ের ষষ্ঠী পুজো স্বরা ভাস্করের

অক্টোবর ০১, ২০২৩ রাত ১০:৩৭ IST
6519813f2bba0_Screenshot_2023-10-01-18-36-35-63_1c337646f29875672b5a61192b9010f9

নিজস্ব প্রতিনিধি, মুম্বাই - গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর। সন্তান ভূমিষ্ঠ হওয়ার দিন দুয়েক বাদে নিজেই সেই সুখবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। এক ফুটফুটে কন্যাসন্তানকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি। সন্তানের নামেও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন নায়িকা। এবার ঘটা করে ৬ ষষ্ঠী পালনের ছবি দিলেন স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ।

ফাহাদের পরিবারে হিন্দু রীতি মেনেই কন্যা রাবেয়া রমা আহমেদের গৃহপ্রবেশ করলেন অভিনেত্রী। রাবেয়া নাম শুনেই প্রথমটায় কটাক্ষ করেছিলেন অনেকে। তবে এবার ষষ্ঠী পুজোয় সন্তানের পুরো নাম প্রকাশ্যে আনলেন স্বরা। রাবেয়া নামের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রমাও জুড়ে দিয়েছেন তারা। সত্যিই তাদের সম্পর্ক সুস্থ সমাজের উদাহরণ।

এদিন অভিনেত্রীর ইনস্টাগ্রাম স্টোরিতেই দেখা গেল রাবেয়া রমা আহমেদের মিষ্টি গৃহপ্রবেশ অনুষ্ঠানের ঝলক। রং মিলান্তি হলুদ পোশাকে মা-বাবা। মেয়ের পোশাকেও হলুদের ছোঁয়া। বোঝাই যাচ্ছে যে ম্যাচিং করেই জামা পরেছেন তারা। আদ্যোপান্ত পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমেই মেয়ের গৃহপ্রবেশ করলেন স্বরা ভাস্কর। ফাহাদ আহমেদের মা-বাবার পাশাপাশি স্বরার মা-বাবাও হাজির ছিলেন এদিন। দুই দাদুর সঙ্গে রাবেয়া রমার আদুরে ছবিও দেখা গেল।

ভিডিয়ো

Kitchen accessories online