নিজস্ব প্রতিনিধি , লস এঞ্জেলাস - আমেরিকান গায়ক নিক জোনাস ও অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার প্রেম কাহিনি টিনসেল টাউনের অন্যতম চর্চিত একটি বিষয় l প্রায় কয়েক বছর প্রেম করার পর ২০১৮ সালে তারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন l দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়াকে তার থেকে দশ বছরের ছোটো নিক জোনাসকে বিয়ে করার জন্য অনেক সমালোচনার মুখেও পরতে হয়েছিলো l
যদি সেই বিষয়কে কখনোই তারা তোয়াক্কাও করেননি l চলতি বছরের শুরুতেই মাতৃত্বের স্বাদও পেয়েছেন তিনি l প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্কের আগে হলিউড ইন্ডাস্ট্রির বহু তারকাদের সাথে বিখ্যাত এই গায়ক নিক জোনাসের সম্পর্ক ছিল l সম্প্রতি তার এক প্রাক্তন প্রেমিকা জনপ্রিয় হলিউড অভিনেত্রী অলিভিয়া কুলপো নিকের সম্পর্কে কিছু বিস্ফোরক মন্তব্যেকে নিয়ে নেটিজেনদের মধ্যে জল্পনা তুঙ্গে চলছে l
বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর জনপ্রিয় আমেরিকান গায়ক নিক জোনাস ও অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া পয়লা ডিসেম্বর ২০১৮ সালে বিবাহ বন্ধন অবৈধ হন l চলতি বছরের শুরুতেই প্রিয়ঙ্কা চোপড়া সেরোগেসির মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন l প্রিয়ঙ্কার সঙ্গে সম্পর্কের পূর্বেও বিখ্যাত এই গায়কের অনেক তারকাদের সঙ্গেই সম্পর্ক ছিল l নিক জোনাসের এই দীর্ঘ তালিকার মধ্যে অভিনেতা-মডেল অলিভিয়া কুলপোও রয়েছেন l সম্প্রতি, নিকের প্রাক্তন প্রেমিকা অলিভিয়া কুলপো "দ্য কুলপো সিস্টার্সের" প্রিমিয়ার পর্বে, এসে তার ও নিকের সম্পর্কে কিছু বিস্ফোরক মন্তব্য করেন l
নিক এবং অলিভিয়া তাঁদের সম্পর্ক শুরু করেছিলেন ২০১৩ সালে। অলিভিয়া প্রাক্তন মিস ইউনিভার্স ছিলেন। দু'জনেই দু'জনকে দু'বছর ডেট করেছেন। এই সুসম্পর্ক অবশ্য দীর্ঘস্থায়ী হয়নি এবং ২০১৫ সালের জুনে তাঁদের বিচ্ছেদ ঘটে। একটি রিপোর্টের ভিত্তিতে জন্য গেছে , অলিভিয়া জানিয়েছেন , যখন তিনি নিকের প্রেমে পরেছিলেন তিনি তিনি তার জন্য লস অ্যাঞ্জেলেসে চলে এসেছিলেন এবং যখন তাদের মধ্যে বিচ্ছেদ হয় সেই সময়ে তিনি কারোর কাছে কোনওরকম সাহায্যই পাননি l
তিনি এও জানিয়েছেন , নিকের সঙ্গে সম্পর্কে জড়ানো তার জন্য ভয়ঙ্কর এক অভিজ্ঞতা ছিল l কারণ তাদের যখন সম্পর্ক বিচ্ছেদ হয় তখন তার কাছে কোনওরকম কাজ , টাকা পয়সা কিছুই ছিল না l বলতে গেলে সবদিক থেকেই সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গিয়েছিল l একপ্রকার তার কাছে বেঁচে থাকার কোনও কারণই অবশিষ্ট ছিল না l তিনি তাদের সম্পর্ক চলাকালীন তাদের বিয়ের স্বপ্ন দেখেছিলেন l কিন্তু এক নিমেষে যেনো তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিলো l তিনি বিচ্ছেদের পর সর্বক্ষণ বসে কি করে তিনি তার বাড়ি ভাড়া দেবেন , কিভাবেই বা তিনি তার খাদ্যের যোগান দেবেন এসবই ভাবতেন l এটাই সেই সময়ে যেটা তাকে সারাজীবন পরিস্থিতির সঙ্গে লড়াই করার এক বিরাট শিক্ষা দিয়েছিলো সেইসঙ্গে কখনোই হার না মানার মত উপযুক্ত শিক্ষা তিনি এর থেকে পেয়েছিলেন l
যখন নিক এবং প্রিয়াঙ্কার বাগদান হয়েছিল, তখন অলিভিয়া বলেছিলেন, তিনি মনে করেন যে কেউ যে কোনও সময়ে, তার মনের মানুষকে খুঁজে পেতে পারে, বিশেষত এই ইন্ডাস্ট্রিতে l তার ও নিকের মধ্যে সবকিছু ঠিকঠাক না চললেও তিনি তার ভবিষ্যত জীবনের জন্য অনেক খুশি l সেইসঙ্গে তিনি জানিয়েছেন তিনি চান যে সকলেই যেনো তাদের মনের মানুষ খুঁজে পান l বর্তমানে , মার্কিন ফুটবলার ক্রিশ্চিয়ান ম্যাকক্যাফ্রির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অলিভিয়া।
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একমাত্র যৌনতা আর শাহরুখ খান বিক্রি হয় , ২০ বছর পরেও ভাইরাল নেহার পোস্ট
সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে, মানুষ সেটা ভুলতে বসেছে , দাবি তৃণার
আরও যাও সিনেমা হিট করাতে , কটাক্ষ বয়কট গ্যাংয়ের
অভিনেত্রী ঋতাভরীর দেখানো পথে ক্রমেই বিপ্লব আসছে সমাজে
দীর্ঘ তিন বছর ধরে ক্যানসার ও ব্রেন টিউমারে ভুগছিলেন জয়া
ব্যতিক্রমী ভালোবাসা , পুরুষ বা মহিলা নয় , ম্যানগ্রোভ উদ্ভিদের প্রেমে পরেছেন সিনেট
আমি আগে এত কাজ করিনি, যতটা রাজনীতিতে আসার পর করেছি , হাঁপানো গলায় দাবি অভিনেত্রীর
৩ বছর পর খুললো বন্ধ থাকা হল , লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার হাত ধরে মাল্টিপ্লেক্সের উদ্বোধন
সামনের দিকে এগিয়ে যাওয়াই যে জীবন , বার্তা বাদশার
মুক্তির ২ দিনের মধ্যেই ২২০ কোটি ছাড়িয়ে গেল পাঠানের ইনকাম
দিদার সাদা শাড়িতেই নেট দুনিয়ায় আগুন লাগলেন মোনামি
আরআরআর নিয়ে বিতর্কের সূত্রপাত হলেও ক্রমেই বড়ো আকার নিয়ে দ্বন্দ্ব
পাকিস্তান সহ পাক গুপ্তচর সংস্থাকে ভালো চোখে দেখানো হয়েছে , দাবি কঙ্গনার
পুরুলিয়ার ঝালদা সহ বেশ কয়েকটি জায়গায় শতবর্ষ ধরে এই পুজোর প্রচলন আছে