নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রচারসূচি। ইংলিশবাজারে রোড শো রয়েছে তাঁর। তারপর মালতীপুর, হেমতাবাদে জনসভা রয়েছে তাঁর। তারপর খড়দহতে টাউনহল সভা করবেন স্মৃতি ইরানি।