নিজস্ব প্রতিনিধি, দিল্লি - সনাতন ধর্মের সঙ্গে ডেঙ্গু ও ম্যালেরিয়ার তুলনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিন। এরপরই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এবার সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত। উদয়ানিধি স্ট্যালিনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট।
সূত্রের খবর, সনাতন ধর্ম ইস্যুতে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন, সিবিআই, তামিলনাড়ু পুলিশ। তামিলনাড়ু সরকারকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। উদয়নিধির থেকে জবাব চেয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদি।
উল্লেখ্য, ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উদয়ানিধি স্ট্যালিন। ওই অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র বলেন, ‘কিছু জিনিসের কখনও প্রতিবাদ করা যায় না। আসলে সেগুলির অবলুপ্তি ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করি না। আমরা তা নির্মূল করি। ঠিক একই ভাবে আমাদের সনাতন ধর্মকে নির্মূল করতে হবে’।
এরপর সাফাই দিয়ে উদয়ানিধি স্ট্যালিন বলেন, ‘আমি আবারও বলছি আমি শুধুমাত্র সনাতন ধর্মের সমালোচনা করেছি। আমার মতে সনাতন ধর্মকে নির্মূল করা উচিত। এটা আমি সবসময় বলব। কয়েকজন দাবি করছেন আমি নাকি গণহত্যার কথা বলেছি। এর প্রেক্ষিতে অন্যরা বলছেন যে দ্রাবিড় জাতিকে বিলুপ্ত করে দেওয়া উচিত। তার মানে কি ডিএমকিয়ানদের হত্যা করা উচিত?’
তিনি আরও বলেন, ' প্রধানমন্ত্রী মোদি যখন কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন, তার মানে কি তিনি কংগ্রেসিদের হত্যা করার কথা বলেন? সনাতন কি? সনাতন মানে কিছু পরিবর্তন করা উচিত নয়। কিন্তু দ্রাবিড় মডেল পরিবর্তনের ডাক দেয় এবং বলে, সবার সমান সম্মান পাওয়া উচিত। বিজেপি আমার বক্তব্যের অপব্যাখ্যা করে ভুয়ো খবর ছড়াচ্ছে। যদিও এটা তাদের কাছে স্বাভাবিক কাজ’। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্রর বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।