মমতা বন্দ্যোপাধ্যায় 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', কটাক্ষ শুভেন্দু অধিকারীর

ডিসেম্বর ০৭, ২০২১ রাত ১১:০১ IST
61af7b1aa2c9b_Screenshot_2021-12-07-20-47-10-61

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - চেয়ারম্যানের পদ থেকে তাকে সরানোর প্রায় দু'বছর পর আজ,বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের একটি বৈঠকে যোগ দিতে এসে সংবাদমাধ্যমের কাছে মুখ্যমন্ত্রীর নামে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী' বলে কটাক্ষ করেছেন তিনি। তার বক্তব্য মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়েছে ব্যাঙ্ক পরিচালক কমিটি।

স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৪ সাল থেকে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন শুভেন্দু অধিকারী। তবে ২০১৯ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর, ব্যাঙ্কে আর উপস্থিত হননি।এর ফলেই ব্যাঙ্কের পরিচালক কমিটি বৈঠক বসিয়ে তাকে চেয়ারম্যান পদ থেকে বাদ দিয়ে প্রদীপ পাত্রকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন।  

কমিটির উপর চাপ সৃষ্টি করে এই ঘটনাটি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছে বলে, দাবি করেছেন তিনি । তবে তার এই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন ব্যাঙ্কের পরিচালক কমিটির সদস্যরা।

এ প্রসঙ্গে ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান প্রদীপ পাত্র জানান,' উনি কেন বারবার একই কথা বলছেন জানিনা, আমরা সব নিয়ম মেনেই নিজেদের মধ্যে বৈঠকের মাধ্যমেই চেয়ারম্যান পদ থেকে সরিয়েছি ওনাকে ।'

তবে এই বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'মুখ্যমন্ত্রী ব্যাঙ্কের সম্পর্কে কিছু জানেন না, তিনি একজন 'অশিক্ষিত মুখ্যমন্ত্রী', তিনি ষড়যন্ত্র করে আমাকে ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছেন।'
 

ভিডিয়ো

Kitchen accessories online