নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ২৬শে নভেম্বর ভারতের সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন ভারতের সংবিধান ভারতের সবচেয়ে বড় শক্তি। শনিবার সংবিধান দিবসকে আরও স্মরণীয় করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়র উপস্থিতিতে চারটি ডিজিটাল আদালত উদ্যোগ চালু করেছেন।
প্রধানমন্ত্রী মোদি বলেন, 'সংবিধান দেশের অগ্রগতিকে চালিত করার সবচেয়ে বড় শক্তি'। তরুণদের বিভিন্ন বিতর্ক ও আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমাদের সংবিধানের চেতনা যুবকেন্দ্রিক। আমি সরকারী প্রতিষ্ঠান এবং বিচার বিভাগকে আমাদের তরুণদের মধ্যে আরও সচেতনতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালাতে অনুরোধ করছি।'
১৯৪৯ সালে সংবিধান গৃহীত হওয়ার স্মরণে ২০১৫ সাল থেকে ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসাবে চিহ্নিত করা হয়। প্রধানমন্ত্রী ন্যায়বিচারে প্রবেশ সহজ করতে ডিজিটাল উদ্যোগ গ্রহণ করা নিয়ে বিচার বিভাগের প্রশংসা করার সময় জোর দিয়ে বলেন, 'ভারত এক সপ্তাহের মধ্যেই জি-২০র রাষ্ট্রপতিত্ব পদ পাবে। এটি দেশের জন্য একটি খুব বড় সুযোগ'।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ই-কোর্ট প্রকল্পের আওতায় নতুন উদ্যোগের সূচনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ইভেন্টের আগে একটি বিবৃতিতে বলে, ' এই প্রকল্পটি আদালতের আইসিটি সক্ষমতার মাধ্যমে মামলাকারী, আইনজীবী এবং বিচার বিভাগকে পরিষেবা প্রদানের একটি প্রচেষ্টা। প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলি চালু করছেন তার মধ্যে রয়েছে ভার্চুয়াল জাস্টিস ক্লক, জাস্টআইএস মোবাইল অ্যাপ ২.০, ডিজিটাল কোর্ট এবং S3WaaS ওয়েবসাইটগুলি'।
ইভেন্টের কয়েক ঘন্টা আগে একটি ট্যুইটে, প্রধানমন্ত্রী মোদি একটি পোস্ট শেয়ার করে লেখেন,'আজ, সংবিধান দিবসে, আমরা সেই মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের সংবিধান দিয়েছেন। জাতির জন্য তাদের দৃষ্টিভঙ্গি পূরণ করার জন্য আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।'
ভারত - ১০১/৪ (১৯.৫)
নিউজিল্যান্ড - ৯৯/৮ (২০)
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ইতিমধ্যেই তদন্তের দায়িত্ব নিয়েছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ
বিটিং দ্য রিট্রিটের অনুষ্ঠানে ছিল একাধিক চমক
ভারত - ৬৯/৩ (১৪)
ইংল্যান্ড - ৬৮ (১৭.১)
ব্যবসায়ীক মতবিরোধের জেরেই খুন , স্বীকারোক্তি খোদ হত্যাকারীর
কিছুমানুষ দলকে কালিমালিপ্ত করার জন্য সর্বদাই চেষ্টা চালিয়ে যাচ্ছে , দাবি তৃণমূলের
ম্যাচের শেষে ফলাফল ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৫)
তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে
গ্রামের বাইরেই পা রাখেনি , সেই মাকে গোটা সিঙ্গাপুর ঘোরালেন ছেলে
দুজনের অবস্থা অতি আশঙ্কাজনক , ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখছেন বন বিভাগ
গ্রেফতার ১ দুষ্কৃতী
আপনাদের আশীর্বাদে আমি এমপি হয়ে আসলে অবশ্যই এখানকার উন্নতির চেষ্টা করব , আশ্বাস হিরো আলমের
একদিনে ১০০ সেতু , ১০০ সড়ক কোনো সরকার করতে পেরেছে , দেশবাসীর কাছে দাবি হাসিনার
ইতিমধ্যেই অভিযুক্ত তৃণমূল নেতা সহ ৭ জনকে আটক করেছে পুলিশ